শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঝালকাঠিতে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
ঝালকাঠিতে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ৫ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে খোকন সিকদার (৩৫) নামে নলছিটি আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী।
২৩ সেপ্টেম্বর সকাল ৬ টার দিকে আমিরাবাদ স্কুলের ২য় তলায় এ ঘটনা ঘটেছে।
নৈশ প্রহরী খোকন সিকদার মগড় ইউনিয়নের আব্দুল মজিদ সিকদারের ছেলে ও ঐ স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর সিকদারের ছোট ভাই।
প্রত্যাক্ষর্দশীরা জানায়,শুক্রবার সকাল ৬টার দিকে বিদ্যালয়ের মাঠে ৩০-৪০জন ছেলেরা ফুটবল খেলছিলো,এসময় স্কুলের দোতলায় একটি চিৎকারের আওয়াজ শুনতে পায় তারা। দৌড়ে গিয়ে দেখেন খোকন সিকদার বাচ্চাটির মুখ চেপে ধরে আছে ও তার পড়নে লুঙ্গী নেই। ছেলেরা মেয়েটিকে ছাড়িয়ে দিলে মেয়েটি দেীড়ে নিচে নেমে যায়। এরপর তার ভাই স্কুলের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর সিকদার এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায় ও তার বিচার করা হবে বলে তাদের আসস্থ করেন।
স্থানীয় ব্যাবসায়ী মো.বাদল হাওলাদার বলেন,আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। এই খোকন একজন নৈশ্য প্রহরী কিন্তু চলাফেরা করে একজন শিক্ষকের মত। বিগত দিনেও এধরনের ঘটনা কয়েকবার ঘটিয়েছে।
ম্যানেজিং কামিটির সহ- সভাপতি সোহাগ খান বলেন,ঘটনাটি আমিও শুনেছি। এ ঘটনা সঠিক হলে ম্যানেজিং কমিটির মিটিং ডেকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় অভিভাবকরা জানান,আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা চাই। এই স্কুলে খোকনের মত লম্পট থাকলে মেয়েরা নিরাপদ নয়। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আগামী রবিবার মনববন্ধন সহ কঠোর আন্দোলনের ডাক দেবো।
এ ব্যাপারে আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিযুক্ত খোকনের ভাই মো.জাহাঙ্গীর সিকদার বলেন,আমরা ম্যানেজিং কমিটির মিটিং ডাকবো। মুল ঘটনাটা কি? জানতে চাইলে তিনি বলেন,মূল ঘটনাটা কি? আসলে সেটা বলতে পারবে ওই বাচ্চা,আমরা বলতে পারবো না। তবে অপরাধী যেই হোক তার ব্যাপারে কোন সুপারিশ নাই,তার বিচার হওয়া দরকার বলে জানান তিনি।
এঘটনায় নলছিটি থানার অফিসার্স ইনচার্জ মো.আতাউর রহমান বলেন,এঘটনায় বিকটিম কে উদ্ধার করা হয়েছে ও জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন,আমি ঘটনাটি আপনার মাধ্যমে শুনেছি এখন দেখতেছি ও জানানোর জন্য ধন্যবাদ।