মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাগড়াছড়িতে পুকুরের পানিতে ডুবে ২শিশুর মৃত্যু
খাগড়াছড়িতে পুকুরের পানিতে ডুবে ২শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় পুকুরে ডুবে ফারহান হোসেন (আড়াই বছর) ও নুসরাত আক্তার (২) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ২৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফারহান হোসেন মুসলিম পাড়া এলাকার মো. কামাল হোসেন এর ছেলে। অপরদিকে নিহত শিশু নুসরাত আক্তার একই এলাকার মোহাম্মদ নুর আলমের মেয়ে। নিহত শিশুদের পিতা মো. কামাল হোসেন ও মোহাম্মদ নুর আলম সম্পর্কে চাচা ভাতিজা।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম বলেন, শিশু দুইটি একসাথে পুকুরের পাড়ে খেলা করছিলো। হঠাৎ বেখেয়ালে পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশু দুইটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রমেশ চাকমা বলেন, হাসপাতালে পৌছনোর আগেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।