শনিবার ● ১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » গাবতলীতে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট
গাবতলীতে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: শুক্রবার ৩০ সেপ্টেম্বর বগুড়ার গাবতলী সদরের পদ্মপাড়া পশ্চিমপাড়া নতুন সূর্য্যওে আলো ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাজেদুর রহমান জুয়েল। সমাজসেবক সাজেদুর রহমান বুলু’র সভাপতিত্বে এতে প্রধান উপদেষ্টা ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শফিকুল ইসলাম রেজা। বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবতলী সদও যুবদলের আহবায়ক টিএম আশরাফুল হুদা টপি, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আজাদ চৌধুরী, পারভেজ পাশারী নাইস, জাহিদ হাসান, ফয়সাল রহমান শুভ, রাহুল, রাকিব, নয়ন, শিমুল, আপেল, ফারহান, মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদল, শিরিন আক্তার, যুবদল নেতা আরমান ইসলাম রিপন, ছাত্রদল নেতা আবু হাসান, ক্লাবের সভাপতি নাঈম হোসেন নয়ন, সাধারন সম্পাদক রেজাউল করিম সঞ্জু। পরিচালনায় ছিলেন লিটন ইসলাম। খেলায় পদ্মপাড়া ফ্রেন্ডস ক্লাব বনাম জুনিয়র বয়েজ ক্লাব অংশ নেন। শেষে প্রধান অতিথি বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন।
বগুড়ার মহাস্থান মাজার মসজিদে যুবদলনেতা জনি’র পরিবারের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত
বগুড়া :: বগুড়ার মহাস্থান মাজার মসজিদে বৃহস্পতিবার বাদজোহর দেশবাসী সহ গাবতলীর সোনারায় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাফিকুর রহমান জনি’র পরিবার ও তাঁর পরিবহন ব্যবসার সফলতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, কাগইল ইউপির সাবেক চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, বিএনপি নেতা আব্দুল হালিম, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, জেলা যুবদলের সদস্য শামীম, স¤্রাট মাহারুফ, নুরুল্লাহ, শাহ আলম রাসেল, আল মামুন, বেলাল হোসেন, ময়নুল ইসলাম সেন্টু, মোস্তাফিজার রহমান মোস্তা, জাহাঙ্গীর আলম মানিক, রবিউল ইসলাম, সাহাদত জ্জামান, হোসেন আলী, বাবু, মোহতাছিন বিল্লা মুন, রক্সী, রঞ্জু, সিহাব, রতন, রফিকুল, সাখাওয়াত হোসেন, মিল্টন, আরমান, আল আমিন, উজ্জল, রাইসুল হাসান রিয়ন, নিরব, আবু হাসান, রুবেল আকন্দ, তৌহিদুল ইসলাম, সনজু, হারুন, সানোয়ার, বাশফাকুর রহমান রনি প্রমূখ।
সুষ্ঠভাবে দূর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা প্রয়োজন : পুলিশ সুপার সুদীপ কুমার
বগুড়া :: বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম-সেবা) বলেছেন, দেশে হিন্দু সম্প্রদায়ের যে কোন ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে পুলিশ প্রশাসন সবসময় আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। সারাদেশে দূর্গাপূজা উদযাপিত হচ্ছে। সুষ্ঠভাবে দূর্গাপূজা উদযাপন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্ত্বরে সামাজিক- সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এর সভাপতিত্বে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ধন্য পোপাল সিংহ। আরোও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাওঃ আলমগীর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার চৌধুরী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ইউনুছ আলী ফকির, ফারুক আহম্মেদ, আব্দুল মজিদ মন্ডল, মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যক্ষ জহুরুল ইসলাম ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোস্তম আলী, প্রধান শিক্ষক এমদাদুল হক, আব্দুর সবুর পিন্টু, আনোয়ারুল হক টিটু, মোস্তাফিজার রহমান মজনু, পূজা উৎযাপন কমিটির নেতা চন্দ্র শীখর রায়, বিমল চন্দ্র রায়, অশোক কুমার সাহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, থানা পুলিশ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, শিক্ষকগণ, ঈমাম, ছাত্র-ছাত্রী ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর গুনীজন। শেষে প্রধান অতিথি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ৭শ পিচ শাড়ী কাপড় এবং দূর্গাপুজা মন্ডপ গুলোতে সরকারী ভাবে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরন করেন।