রবিবার ● ২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » চোরাবালিতে আটকা পড়ে যুবকের মৃত্যু
চোরাবালিতে আটকা পড়ে যুবকের মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার মো: রিদুয়ান রিজভী (২০) নামের এক যুবক চোরাবালিতে আটকা পড়ে মৃত্যু হয়েছে। ১ অক্টোবর শনিবার বিকালের দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্টপুরা নান্দনিক দৃশ্যের পাহাড়ে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে সেই চোরাবালিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়। সেই রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর ৭ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ ফকিরের বাড়ি মো. দৌলত খানের পুত্র।
জানা যায়, বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে তিনি এই দূর্ঘটনার শিকার হন। ঘটনার খবর পেয়ে বোয়ালখালী উপজেলার ফয়ার সার্ভিস কয়েক ঘন্টার
প্রচেষ্টায় তার লাশ চোরাবালিতে হতে উদ্ধার করে। পরে বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর শোনে রাউজান থেকে রিদুয়ানের মা ও বাবা তার লাশ আনতে রাতে বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।
এদিকে রবিবার তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।