রবিবার ● ২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে সরফরাজ ও তারেকের মধ্যে চলছে লড়াই
ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে সরফরাজ ও তারেকের মধ্যে চলছে লড়াই
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: উল্লেখ্য, ঝালকাঠি জেলায় ৩২টি ইউনিয়ন, ৪ টি উপজেলা ও ২টি পৌরসভা রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। জেলা প্রশাসক মো.জোহর আলী এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
রাজাপুর ও কাঠালিয়ার ১টি সংরক্ষিত ও ২টি সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ আসনে সদস্য পদে সদর উপজেলার মো. শামসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলার হাজী মো. সোহরাব হোসেন এবং এ দুটি উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য পদে হোসনেয়ারা মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রাজাপুর উপজেলার অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ ও মো. তারিকুল ইসলাম তারেক এই দুই প্রার্থীর মধ্যে চলছে লড়াই। অন্যরাও মাঠে রয়েছেন- মো. নজরুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান, কাঠালিয়া উপজেলার এসএম আমিরুল ইসলাম, এসএম ফয়জুল করীম সিদ্দিকী, মো. মনিরুজ্জামান গোলদার, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। এ দুটি উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য পদে জাহানারা হক, নাছরিন সুলতানা মুন্নি, মোসা. সনিয়া বেগম, জোৎসা খানম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।