শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় নৌ র্যালি
ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় নৌ র্যালি
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে জনসচেতনতায় বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় পৌর শহরের কলেজ খেয়াঘাট থেকে দুটি স্পিডবোট ও ৮টিট্রলার সুগন্ধা ও বিশখালি নদীর ১০ কিলোমিটার জুড়ে র্যালির মাধ্যমে প্রচারণা করা হয়েছে।
এ সুসজ্জিত নৌ-র্যালিতে ব্যানার ফেস্টুনসহ ইলিশ রক্ষায় প্রচার প্রচারণার মধ্যেদিয়ে জেলেসহ সকলকে সচেতন করা হয়।
জেলা প্রশাসক মোঃ জোহর আলীর নেতৃত্বে জেলা মৎস্য বিভাগ ছাড়াও জেলা মৎস্যজীবী সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান র্যালিতে অংশ নেয়।
উল্লেখ্য, আজ (৭ অক্টোবর) থেকে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন দেশের ৬টি ইলিশ অভয়াশ্রমের মধ্যে ঝালকাঠি জেলাও ইলিশ বিপনন, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে।