বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটিরাঙ্গা ইফা’র মডেল কেয়ারটেকার বেলাল মহালছড়িতে বদলী
মাটিরাঙ্গা ইফা’র মডেল কেয়ারটেকার বেলাল মহালছড়িতে বদলী
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার বেলাল হোসেনকে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে
মহালছড়িতে বদলি করায় তবলছড়ি রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার আলাউদ্দিনকে ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার করা হয়েছে।
মঙ্গলবার ১১ অক্টোবর খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব ও ফিল্ড অফিসার শাহাদাত উল্লাহর যৌথ স্বাক্ষরিত আফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।
বিভিন্ন গণমাধ মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের সংবাদ প্রকাশের পর এক অফিস আদেশে বলা হয়, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের আওতাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মাটিরাঙ্গা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে ইসলামিক ফাউন্ডেশন মাটিরাঙ্গা উপজেলার মডেল কেয়ারটেকার বেলাল হোসেনকে মহালছড়ি উপজেলায় বদলি করে দায়িত্ব প্রদান করা হয়েছে। বেলাল হোসেনের স্থলে সাধারণ কেয়ারটেকার আলাউদ্দিনকে ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অফিস আদেশে মডেল কেয়ারটেকার বেলাল হোসেনকে আগামী ৩কার্য দিবসের মধ্যে সাধারণ কেয়ারটেকার আলাউদ্দিনের নিকট মডেল রিসোর্স সেন্টারের দাপ্তরিক নথিপত্রসহ সকল দায়-দায়িত্ব বুঝিয়ে দিয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করে লিখিতভাবে দায়িত্ব বুঝে নিয়ে যোগদানের কপি জেলা অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।