বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে মেম্বার কল্যান এসোসিয়েশনের পরিচিতি সভা
আত্রাইয়ে মেম্বার কল্যান এসোসিয়েশনের পরিচিতি সভা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলায় নব-নির্বাচিত মেম্বার কল্যান এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
এছাড়া অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাস আলী এবং কল্যান এসোসিয়েশনের সম্পাদক শামসুর রহমান লিচুসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং এসোসিয়েশনের সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
আত্রাইয়ে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য এক র্যলী শেষে আত্রাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সরদার সোয়েব হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ- ৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী প্রামানিক সহ আত্রাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমীক লীগের নেতাকর্মীগন প্রমুখ।