রবিবার ● ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » মহালছড়িতে ধর্ষণ চেষ্টায় যুবক আটক
মহালছড়িতে ধর্ষণ চেষ্টায় যুবক আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ির ১নং সদর ইউপি’র ১নং ওয়ার্ড এলাকায় এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সাদেক (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার ১৪ অক্টোবর ভোরে তাকে আটক করা হয়।
জানা যায়, মো. সাদেক মহালছড়ি সদরস্থ মসজিদ কলোনী (সিলেটি পাড়া)’র বেলাল হোসেনের ছেলে। ভোর রাত ৪টায় ওই গৃহবধূ বাড়ির আঙিনায় বের হয়। এ সময় সাদেক তাঁকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে গৃহবধুর শোরচিৎকারে তার স্বামীসহ এলাকাবাসী জড়ো হয়ে সাদেককে আটক করে পুলিশে সোপার্দ করে।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হারুন-অর রশীদ বলেন, আটক সাদেকের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।