সোমবার ● ১৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউপিডিএফ’কে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ
ইউপিডিএফ’কে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে ইউপিডিএফ’কে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেয়া বক্তব্যের তীব্র আপত্তি ও প্রতিবাদ জানিয়ে দলটি রবিবার, ১৬ অক্টোবর ২০২২ সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর মুখপাত্র অংগ্য মারমা বিবৃতিতে বলেছেন, ‘ইউপিডিএফ গণতান্ত্রিক পন্থায় লড়াই সংগ্রাম সংগঠিত করছে। সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন। পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায়সঙ্গত দাবি পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন সম্পর্কে দেশবাসীর মনে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কাল্পনিক ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন।’
উল্লেখ্য, আজ রবিবার (১৬ অক্টোবর ২০২২) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে তথাকথিত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সাথে ইসলামী জঙ্গী গোষ্ঠীর সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অহেতুক ইউপিডিএফ’কে টেনে এনে এ ধরনের আপত্তিকর কথা বলেন।