বুধবার ● ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে পর্যটক নিহত
সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে পর্যটক নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের (জীপ)গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পর্যটক নিহত ও অন্তত ৬জন আহত হয়েছেন।
আজ বুধবার ১৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
নিহত পর্যটকের নাম মোহাম্মদ সাগর আহমেদ(৩২)।
আহতরা হলেন, ঢাকা মিরপুরের নুর নাহার ( ২৫), রামপুরার মনিয়ামুন(২৯), বর্ণা আক্তার(৩২), লিটু(৩২) ও আশুলিয়ার দিদার হোসেন(২৬)।
সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, চাঁদের গাড়িটি সাজেক থেকে পর্যটক নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরছিল। পথে হাউজ পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হালিয়ে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম বলেন, দুর্ঘটনা কবলিত পর্যটকরা ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।