শুক্রবার ● ২১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » কাউখালী উপজেলায় সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
কাউখালী উপজেলায় সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
কাউখালী :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২২-২৩ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাউখালী উপজেলায় আন্তঃ স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে পানছড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে গতকাল ২০ অক্টোবর দিনব্যাপী এক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ও পানছড়ি উচ্চ বিদ্যালয়ের মোট ৯০ জন ক্ষুদে সাঁতারু প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পানছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নতুন জয় চাকমা সভাপতিত্বে পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথান শিক্ষক করুণাময় চাকমা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অনিল বিকাশ চাকমা, রাঙাামাটি জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) মো. আফাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিজয়ী প্রতিযোগীদেরকে খেলার জার্সি ও পুরস্কার বিতরণ করেন।