মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » গাজীপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা
গাজীপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: গাজীপুরে বালক-বালিকাদের নিয়ে ব্যাডমিন্টন খেলা প্রতিযোগিতা ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর রবিবার সকালে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে গাজীপুর জেলা ক্রীড়া অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোরাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক এস. এম. আনোয়ারুল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী।
প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগিদের খেলা পরিচালনা করেন চান্দনা স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. আব্দুল্লাহ আল আজাদ, ইউরিকা এঞ্জেল স্কুলের ক্রীড়া শিক্ষক নজরুল ও মোক্তাদির রহমান। মেয়ে প্রতিযোগিদের খেলা পরিচালনা করেন মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জেসমিন আক্তার, কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নন্দিতা মন্ডল ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুফিয়া সুলতানা।
সার্বিক সহযোগিতায় ছিলেন জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বলা রাণী সাহা।
জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন বালক প্রতিযোগি ও ১৪ জন বালিকা প্রতিযোগি অংশ গ্রহণ করে।
তিনি আরও জানান, আগামী ২৪ অক্টোবর বালক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবে ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ ও ইউরিকা এঞ্জেল স্কুল এবং বালিকা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।