বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার দেশের জনগণকে নিয়তির উপর ছেড়ে দিয়েছে : খুলনায় সাইফুল হক
সরকার দেশের জনগণকে নিয়তির উপর ছেড়ে দিয়েছে : খুলনায় সাইফুল হক
খুলনা :: গতকাল সকালে তুলনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কাউন্সিলে পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক অনতিবিলম্বে ঘূর্ণিঝড় সিত্রাং এ আক্রান্ত দেশের উপকূলীয় জেলাসমূহে লন্ডভন্ড হওয়া কয়েক লক্ষ পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছেন এবং বলেছেন ঝড় - জলোচ্ছ্বাসে দক্ষিনাঞ্চলের লক্ষ লক্ষ পরিবার সর্বস্ব হারিয়েছে। উপকূল অঞ্চলে অসংখ্য বাঁধ ভেঙ্গে ফসলের জমি ও মাছের ঘের তলিয়ে গেছে; হাজার হাজার ঘরবাড়ি নষ্ট হয়েছে ; অধিকাংশ অঞ্চল এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন ।তিনি বলেন,দেশের দক্ষিনাঞ্চল এমনিতেই বিপদগ্রস্ত ও প্রবল ঝুঁকিতে। তিনি বলেন , দেশের দক্ষিনাঞ্চল অনেক বছর ধরে অরক্ষিত ও ঝুঁকির মধ্যে। এই ঘূর্ণিঝড় পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে।তিনি দ্রুত ক্ষয়ক্ষতি নির্ধারণ করে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক ক্ষমতা না থাকায় সরকার দেশের জনগণকে নিয়তির উপর ছেড়ে দিয়েছে। সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে।ক্ষমতায় থাকতে মানুষের ভোটের প্রয়োজন না থাকায় সরকার সকল ক্ষেত্রে চূড়ান্ত স্বেচ্ছাচারীতা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন জনম্যান্ডেটবিহীন কর্তৃত্ববাদী সরকার গণসংগ্রামের পথে বিদায় দিয়ে দেশ ও জনগণকে রক্ষা করতে হবে।
তিনি ভোটের অধিকারসহ জনগণের মুক্তি নিশ্চিত করতে রাজপথে বিরোধী দলসমূহের যুগপৎ ধারায় গণসংগ্রাম জোরদার করার ডাক দেন।
পার্টির খুলনা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কে এম আলীদাদ এর সভাপতিত্বে উমেষচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টি কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শরীফুল হাসান খান, আনোয়ার হোসেন, মো্হাম্মদ রাজু প্রমুখ।
সম্মেলনের শুরুতে ঘূর্ণিঝড় সিত্রাং এ নিহতদের গভীর শোক প্রকাশ করা হয় ও আহতদের জন্য সমবেদনা জ্ঞাপন করা হয়।