সোমবার ● ৩১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » বরকলে ভলিবল ও কাপ্তাই এ হ্যান্ডবল প্রতিযোগিতা শেষ হয়েছে
বরকলে ভলিবল ও কাপ্তাই এ হ্যান্ডবল প্রতিযোগিতা শেষ হয়েছে
ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরকল উপজেলার বিলছড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল শিক্ষাথীদের অংশ গ্রহণে গত ২৯ শনিবার দিনব্যাপী এক ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয় ৩ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪ টি প্রতিযোগী দলের মোট ৪৮ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বিলছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিঘœ বিনাশন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগী দলকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফিসহ খেলার জার্সি বিতরণ করেছেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার(অঃদাঃ) মো. আফাজ উদ্দিন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রতিযোগীতার চুড়ান্ত খেলায় ২৫-১৫ সেটে বিলছড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সুবলং উচ্চ বিদ্যালয় রানার্স-আপ বিজয়ী দলের গেীরব অর্জন করে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের সহযোগিতায় বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আশীষ চাকমা এ প্রতিযোগিতা পরিচালনা করেন।
এছাড়া গত ২৮ শুক্রবার কাপ্তাই উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় স্কুল শিক্ষাথীদের অংশ গ্রহণে দিনব্যাপী এক হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ টি বালক প্রতিযোগী দল ও ৩ টি বালিকা প্রতিযোগী দলের মোট ৭২ জন হ্যান্ডবল প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। এতে চুড়ান্ত খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় বালিকা দলকে ২-১ গোলে হারিয়ে নারানগিরি উচ্চ বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন ও কাপ্তাই উচ্চ বিদ্যালয় বালিকা দল রানার্স-আপ বিজয়ী হয়। বালক দলের মধ্যে চুড়ান্ত খেলায় নারানগিরি উচ্চ বিদ্যালয় ও কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রতিযোগী দল ১-১ গোলে ড্র হওয়াতে ট্রাইব্রেকারে ৩-১ গোলে নারানগিরি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ও নারানগিরি উচ্চ বিদ্যালয় বালক প্রতিযোগী দল রানার্স-আপ বিজয়ী হয়। রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার(অঃদাঃ) মো. আফাজ উদ্দিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগী দলকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফিসহ খেলার জার্সি বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পষিদের সদস্য অংসুই ছাইন চৌধুরী। ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আখতার হোসেন মিলন ও কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন বিদর্শন বড়ুয়া এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ে খেলাগুলো পরিচালনা করেন।