মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কাউন্সিল এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহবী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আবুল কালাম আজাদ, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার, নওগাঁ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০৪ জন জীবিত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং ১২০ জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শুধু ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়।