মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » আইএমএফ এর ঋণ মানুষের গলার ফাঁস হয়ে দেখা দেবে : সাইফুল হক
আইএমএফ এর ঋণ মানুষের গলার ফাঁস হয়ে দেখা দেবে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল - আইএমএফ এর কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ নিতে যেয়ে দেশ ও দেশের মানুষকে বড় ধরনের মাশুল দিতে হবে। আই এম এফ এর ঋণ মানুষের গলার ফাঁস হয়ে দেখা দেবে।যে সকল অন্যায় ও অন্যায্য শর্তে এই ঋণ পেতে হবে তা দেশের সাধারণ মানুষকে আরও দূর্গতির মধ্যে ফেলে দেবে। এই ঋণ পেতে যেয়ে বিদ্যুৎ, জ্বালানি, কৃষি, খাদ্যপণ্যসহ সামাজিক সুরক্ষাখাতে যেটুকু ভর্তুকি ও মূল্য সহায়তা রয়েছে তার অনেকটা প্রত্যাহার করতে হবে, যা বাজারের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জীবনকে চরম ভোগান্তির মধ্যে নিক্ষেপ করবে। জীবনযাত্রা নির্বাহের এই দুঃসময়ে এই পরিস্থিতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, আইএমএফ এই ঋণ সহায়তা দেশের রিজার্ভের ক্ষেত্রেও বড় কোন প্রভাব ফেলবে না।তিনি বলেন রিজার্ভের যে আট বিলিয়নের কোন যুক্তিগ্রাহ্য হিসাব পাওয়া যাচ্ছেনা তার অনুসন্ধান অনেক বেশি জরুরী। এই বিপুল অর্থ কোথায় গেল দেশের মানুষের তা জানার অধিকার রয়েছে।
তিনি বলেন, কঠিন ও গণ দূর্ভোগসৃষ্টিকারী কঠিন শর্তে আইএমএফ এর ঋণ না নিয়ে মাত্র ১৫ থেকে ২০ শতাংশ কালো টাকা উদ্ধার করতে পারেলে বর্তমান আর্থিক সংকট অনেকখানি মোকাবেলা করা সম্ভব। এছাড়া সরকারের ব্যয় সংকোচ, অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বন্ধ, পাচার করা অর্থ ফেরত আনাসহ জরুরী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে টাকার বড় যোগান গড়ে তোলা সম্ভব।
রবিবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সমাপ্তি দিনে দেশের অর্থ নৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক , সজীব সরকার রতন, মাহমুদ হোসেন, সিকদার হারুন রশীদ মাহমুদ, শহীদুল আলম নান্নু, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজ,অরবিন্দু বেপারি বিন্দু, শেখ মোঃ শিমুল, ডাঃ মনোয়ার হোসেন প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সভায় আগামী ৯ - ১২ ডিসেম্বর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম জাতীয় সম্মেলন - কংগ্রেসের বিস্তারিত প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় পার্টি কংগ্রেস সফল করতে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।