মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
সোমবার আত্রাই থানা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যলয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সস্পাদক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল,আত্রাই থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তছলিম উদ্দিন, সহকারী অধ্যাপক ছাইফুল ইসলাম, যুবদলের আহবায়ক শেখ মো. একরামুল বারী রঞ্জু, আশরাফুল ইসলাম লিটন, খোরশেদ আলম, কৃষকদলের আইয়ুব আলী, মনোয়ার হোসেন লোটাস, স্বেচ্ছাসেবক দলের আজাদ, ছাত্র দলের শাকিল মাহমুদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।