বুধবার ● ৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » লংগদুতে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
লংগদুতে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল শিক্ষাথীদের অংশ গ্রহণে গত ৮ নভেম্বর স্থানীয় গ্রামীন খেলাসহ দিনব্যাপী এক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ও মাইনী মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি জুনিয়র বালক-বালিকা গ্রুপ ও ৯ম ও ১০ম শ্রেণি সিনিয়র বালক-বালিকা প্রুপের ২৪ টি ইভেন্টের খেলায় মোট ১৬০ জন স্কুল শিক্ষার্থী অংশ গ্রহণ করে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার(অঃদাঃ) মো. আফাজ উদ্দিন এর সভাপতিত্বে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম ও মাইনী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিভিন্ন ইভেন্টে খেলায় যথাক্রমে বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরণ করেছেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ওসমান গণি খেলা অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ।