বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
আত্রাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
নাজমুল হক নাহিদ ,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। বুধবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মেলার উদ্বোধন করেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সাংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।
ইউএনও মো. ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান এবাদ, ওসি মো. আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দও দুলাল,
সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী,যুগ্ম-সাধারন সম্পাদক মো. আফছার আলী,প্রচার সম্পাদক শেখ মো. হাফিজুল ইসলাম,নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল,উপজেলা আনসার ভি,ডি,পি অফিসার মো. আমিনুল ইসলাম,নির্বাচন অফিসার মো. আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু,কৃষি অফিসার একেএম কাউছার রহমান,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহাবুবুল হক দুলু প্রমুখ।