শনিবার ● ১২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বনাথ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে তিন প্রবাসীর মতবিনিময়
বিশ্বনাথ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে তিন প্রবাসীর মতবিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন তিন যুক্তরাজ্য প্রবাসী। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ও লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবুল কালাম মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় প্রবাসীরা নিজেদের বক্তব্যে বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন। নিজেদের পেশাদারিত্বের পাশাপাশি বিশ্বনাথের আর্ত্বসামাজিক উন্নয়নেও রয়েছে সাংবাদিকদের অগ্রণী ভ‚মিকা। সত্য প্রকাশে কখনও কারো সাথে আপোষ না করেই অব্যাহত রয়েছে সাংবাদিকদের পথচলা।
এমন ভ‚মিকার ধারাবাহিকতা যেনো অব্যাহত থাকে বিশ্বনাথ প্রেসক্লাবের এক ঝাঁক সাংবাদিকদের কাছে প্রবাসীদের ওই প্রত্যাশাই থাকবে।
বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবুল কালাম, সংগঠক শামছুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের কার্যকরি কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মোহাম্মদ আলী শিপন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য মো. আবুল কাশেম, প্রাথমিক সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সংগঠক পলাশ আহমদ, আহমেদ দুলাল মিয়া, ওয়াসিম উদ্দিন, দিলোয়ার হোসেন সজিব, তছলিম আলী, জুনেদ আহমদ, এনটিভি ইউরোপের ক্যামেরা পারর্সন আফজল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বিশ্বনাথ প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য যুক্তরাজ্য প্রবাসী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান ২০ হাজার টাকা, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ১০ হাজার টাকা, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবুল কালাম ১০ হাজার টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সংগঠক আহমেদ দুলাল মিয়া নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
বিভাগীয় গণসমাবেশ সফল করতে দশঘর
ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা
বিশ্বনাথ :: আগামী ১৯ নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের আলী আকবর জাহিদের বাড়ির আঙ্গিনায় প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি নূর উদ্দিন, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কাওছার খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল হান্নান বাবুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সদস্য শিপন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুয়েব আহমদ।
দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি তখদ্দুস আলীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা তজম্মুল আলী ও স্বেচ্ছাসেবক দল নেতা মাজলু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বিএনপি নেতা কবির আহমদ, আলী আকবর জাহেদ, ইউনিয়ন কৃষক দল নেতা দুলু মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়জুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রকিব, যুবদল নেতা আমির আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জহির উদ্দিন।
এসময় প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি তাজ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, সদস্য জসিম উদ্দিন জুনেদ, জাহিদুল সাদিকুর রহমান, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান রাজু প্রমুখ নেতৃবৃন্দ।