শুক্রবার ● ২৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক এমপি লালু’র সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
সাবেক এমপি লালু’র সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
আল আমিন মন্ডল, বগুড়া :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু অসুস্থ্য হয়ে চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-মীরপুর-২ ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে ভর্তি হয়েছে। তিনি শ^াষকষ্ঠ, কাশি ও হ্নদরোগে আক্রান্ত সহ নানা জঠিল রোগে ভূগছিলেন। সাবেক এমপি লালু’র অতিদ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গতকাল বাদআছর সুখানপুকুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে নজরারপাড়া জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান কাজী, বিএনপি নেতা বেলাল হোসেন, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা, যুগ্ম আহবায়ক সুমন মিয়া, সদস্য বোরহান উদ্দিন চাঁন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান, যুবদল নেতা তৌফিকুল ইসলাম টপি, ফয়জুল রহমান কান্টু, সাহাদত হোসেন নিশাত, ইয়াছিন আলী, হাসিব উদ্দিন, রনি আহম্মেদ, এমদাদুল হক, উপজেলা জিসাস এর সদস্য সাদ্দাম হোসেন পুটু, মোস্তা’র পুত্র আব্দুর রহমান, দৈনিক উত্তর কোণ পত্রিকার গাবতলী উপজেলা প্রতিনিধি আল আমিন মন্ডল সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ।দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুর রহমান।
গাবতলীতে নবাগত ইউএনও কাজে যোগদান
বগুড়া :: বগুড়ার গাবতলীতে নবাগত ইউএনও মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান কাজে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ৩৪তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। বিগত দিনে তিনি সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে রংপুর জেলার পীরগঞ্জে কর্মরত ছিলেন। এরপর তিনি লন্ডল থেকে উচ্চ ডিগ্রী অর্জন করে পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে প্রথম গাবতলীতে যোগদান করেন। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মোঃ খলিলুর রহমানের পুত্র। অপরদিকে গাবতলীর বিদায়ী ইউএনও মোছাঃ রওনক জাহান এডিসি (শিক্ষা ও আইসিটি) পদে পদোন্নতি পেয়ে নাটোর জেলায় যোগদান করেছেন।