শুক্রবার ● ২৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু
আত্রাইয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড বিতরণ শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকতেখারুল ইসলাম। এসময় পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস জানান, ১ম দিন পাঁচুপুর ইউনিয়নের ১,৪,৫ ওয়ার্ডের স্মার্ট কার্ড উপজেলা পরিষদ হল রুমে দেওয়া হচ্ছে। ২৬ নভেম্বর ২ ও ৩ ওয়ার্ডের জগদাস উচ্চ বিদ্যালয়ে, ২৭ নভেম্বর ৬ ও ৯ ওয়ার্ডের খনজোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং ২৮ নভেম্বর ৭ও ৮ ওয়ার্ডের নবাবের তাম্বু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে। বিতরণ কার্যক্রম সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে। দু-এক দিনের মধ্যে অন্যান্য ইউনিয়নের সময়সূচি জানানো হবে বলে অফিস জানায়।
উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ বলেন,স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের সময় পূর্বে গ্রহণকৃত জাতীয় পরিচয় পত্র নিয়ে আসতে হবে।ওই কার্ডের কার্যকারিতা নষ্ট করে চোখ ও হাতের নখের ছাপ নিয়ে স্মার্ট কার্ড দেওয়া হবে। যদি কাহারো পূর্বে গ্রহণ করা কার্ড হারিয়ে যায় তাহলে ট্রেজারী চালান বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩’শ ৪৫ টাকা জমা দিয়ে কার্ড গ্রহণ করতে হবে।
আত্রাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বৃহস্পতিবার (২৪-নভেম্বর) সকাল ১০ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
প্রধান আলোচক ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ জহুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুুর রহমান এবাদ, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কছ আলী প্রামানিক,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকু রহমান সরকার প্রমুখ।