সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্তু লারমাকে অপসারণ করে ৩৬হাজার বাঙালির খুনের বিচার দাবি
সন্তু লারমাকে অপসারণ করে ৩৬হাজার বাঙালির খুনের বিচার দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ(পিসিএনপি)’র ৩য় প্রতিতষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার ৫ ডিসেম্বর সকালে চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ লোকমান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।
বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের, আব্দুল হামিদ ও কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ।
বক্তারা সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে ৩৬হাজার বাঙালির খুনের বিচার দাবি করেন। সেই সাথে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে ৮দফা দাবি তুলে ধরেন।