শনিবার ● ১০ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সভাপতি গিয়াস সম্পাদক নজরুল : ঝালকাঠি সাংবাদিক ক্লাবের কমিটি গঠন
সভাপতি গিয়াস সম্পাদক নজরুল : ঝালকাঠি সাংবাদিক ক্লাবের কমিটি গঠন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি সাংবাদিক ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি গাজী মো.গিয়াস উদ্দিন কে সভাপতি ও দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মো.নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব মো.নজরুল ইসলামের সঞ্চালনায়(৯ ডিসেম্বর) রাত ৮টায় সংগঠনের কার্যালয়ে সকল সদস্যদের মতামতের মাধ্যমে আগামী দুই বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি দৈনিক আমাদের বরিশালের প্রতিনিধি আহসান হাবিব সোহাগ,দৈনিক খবর পত্রের প্রতিনিধি এইচ এম সিজার,যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মো.উজ্জল রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরেরপাতার প্রতিনিধি এম মনির হোসেন,অর্থ সম্পাদক দৈনিক সবুজ বিপ্লবের প্রতিনিধি মো.মনির হোসেন খান,দপ্তর সম্পাদক দৈনিক কলমের কন্ঠের প্রতিনিধি মো.তৌহিদুর রহমান শাহিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী এগ্রো টিভির প্রতিনিধি মো.জসিম,নির্বাহী সদস্য দৈনিক ইনক্লাবের প্রতিনিধি মো.হোসেন আলী সুমন,সদস্য দৈনিক সোনালী খবরের প্রতিনিধি আল-আমিন শিকদার ও দৈনিক অজানা বার্তার প্রতিনিধি মো.হোসেন হাওলাদার প্রমুখ।
ঝালকাঠিতে স্কুল টাইমে ইউনিফর্ম পরে ছাত্র-ছাত্রী ঘোরাফেরা করলেই ব্যবস্থা জেলা প্রশাসক নিঝুম
ঝালকাঠি :: কোনো শিক্ষার্থী স্কুল টাইমে ইউনিফর্ম পরে বাইরে ঘোরাফেরা বা কোথাও আড্ডা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝালকাঠির নতুন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, জেলা তথ্য অফিসার আহসান কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ডিসি আরও বলেন, নদীমাতৃক জেলা ঝালকাঠিতে নদীভাঙনসহ যেসব সমস্যা রয়েছে সরেজমিনে পরিদর্শন করে তা সমাধানের চেষ্টা করা হবে। এসময় সমস্যা সমাধানে ও দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক।