রবিবার ● ১১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মিরসরাইয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ার বিতরণ
মিরসরাইয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ার বিতরণ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এরা দেশের সম্পদ” প্রধানমন্ত্রীর এই শ্লোগানে এবং “অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্য বিষয়ে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মিরসরাইয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার ও ক্রেস বিতরণ অনুষ্ঠান-২০২২ Organisation for Disable Person (ODP)’র আয়োজনে এবং বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও ভূঁইয়া ক্লথ স্টোরের সহযোগীতায় গতকাল শনিবার ১০ ডিসেম্বর সকালে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে।
Organisation for Disable Person (ODP)’র সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলতাফ হোসেন ভূইয়ার সঞ্চালনায় এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক ওমর ফারুক, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাসন বংশ মহাস্থবির, চট্টগ্রাম জর্জ কোর্টের এডভোকেট নাজমুল হাসান, মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন।
মিরসরাই উপজেলার সদ্য বদলী হওয়া নির্বাহী অফিসার মিনহাজুর রহমান মুঠোফোনের ভিডিও কলে অনুষ্ঠানে যোগ দেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এসময় ২ জনকে হুইল চেয়ার ও ৪ জনকে ক্রেস প্রদান করা হয়। মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৮০ জন (বিশেষ চাহিদাসম্পন্ন) প্রতিবন্ধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Organisation for Disable Person (ODP)”র প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন জানান, ২০২২ সালের ২৩ মার্চ উক্ত সংগঠন যাত্রা শুরু করার পর থেকে ত্রাণ সামগ্রী, ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করে এবং সর্বশেষ হুইল চেয়ার ও ক্রেস প্রদান করে। প্রতিবন্ধীদের কল্যাণে কাজের এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।