শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ এর আর এক দফা দাম বৃদ্ধি স্বেচ্ছাচারী ও হটকারি : সাইফুল হক
বিদ্যুৎ এর আর এক দফা দাম বৃদ্ধি স্বেচ্ছাচারী ও হটকারি : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বিইআরসিকে পাশ কাটিয়ে সরকারের নির্বাহী আদেশে বিদ্যুৎ এর আর এক দফা দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী ও হটকারি’ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন জবাবদিহিবিহীন সরকার জনগণের উপর একের পর এক দূর্ভোগ চাপিয়ে দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুরি,দূর্নীতি ও অব্যবস্থাপনা দূর না করে তার জন্য উল্টো শাস্তি দেয়া হচ্ছে জনগণকে।
তিনি বলেন,এই সরকার গত ১৪ বছরে ১১ বার বিদ্যুৎ এর দাম বাড়াল।এর আগে গেল ৫ জুন ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রায় ২৩ শতাংশ ; আর গেল ৫ আগস্ট জ্বালানি তেলের অবিশ্বাস্য দাম বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, সরকারের এসব হটকারি গণবিরোধী সিদ্ধান্তে স্বল্প আয়ের মানুষের কষ্ট চরমে উঠেছে। দেশের সামষ্টিক অর্থনীতিতেও এর মারাত্মক নেতিবাচক অভিঘাত দেখা দিয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকার এই খাতে তার ভূলনীতি, চুরি,দূর্নীতিকে আড়াল করতে চায়।
তিনি বলেন,মানুষের জীবন - জীবিকা নিয়ে সরকার যা খুশী তাই করছে।একদিকে তারা আর্থিক সংকটের কথা বলছে,আর অন্যদিকে জরুরী নয় এরকম মেগা প্রকল্পে লক্ষ কোটি টাকা খরছ করছে।
বিবৃতিতে তিনি বিদ্যুৎসহ জ্বালানি সামগ্রীর দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।তিনি গণদূর্ভোগ কমাতে এই খাতে প্রয়োজনে ভর্তুকী প্রদানের আহবান জানান।