শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাত ও ভোটের অধিকার রক্ষায় এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : টিপু
ভাত ও ভোটের অধিকার রক্ষায় এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : টিপু
নাটোর :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য জননেতা আবু হাসান টিপু বলেছেন এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। তারা মানুষের ভাতের অধিকার আর ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই ভাত ও ভোটের অধিকার রক্ষা করতে হলে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
নাটোরের লাল পুরে মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে অনুষ্ঠিত পার্টির জিবি বৈঠকে আবু হাসান টিপু এসব কথা বলেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য ও নাটোর জেলা কমিটির সভাপতি জননেতা আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পার্টির কেন্দ্রীয় নেতা শাহীন আলম, আকরাম হোসেন, জাহিদুল ইসলাম, বাউল আতাউর রহমান, আব্দুল ওয়াহেদ আলী, সাবিনা ইয়াসমিন, রাকিবুল ইসলাম ও খাইরুল ইসলাম।