রবিবার ● ১৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ সজিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে হাফেজ বজলুর রহমান সড়কে এর হাজী পাড়া এলাকায় সিএনজি অটোরিকশা উল্টো এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত সজিব রাউজান পৌরসভার পশ্চিম রাউজান মাঝিপাড়া কোরবান আলী হাজীর বাড়ির মো: জাহাঙ্গীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা, রাতে দোকান থেকে চাকরি শেষ করে বাড়ি আসার পথে হাজী পাড়া এলাকায় দুটি সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই বিডি ক্লিন এর সদস্য হিসেবে কাজ করতেন। তার অকাল মৃত্যুতে বিডি ক্লিন পরিবার ও তার বাড়িতে শোকের মাতম বিরাজ করছে।