বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » গরীবদের দায়িত্ব না নিতে পারলে কারফিউ দিয়েও মানুষকে ঘরে রাখা যাবে না
গরীবদের দায়িত্ব না নিতে পারলে কারফিউ দিয়েও মানুষকে ঘরে রাখা যাবে না
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন অভাবী মানুষের দায়িত্ব নিতে না পারায় কথিত সর্বাত্মক লকডাউনও ভেঙ্গে পড়ছে। মহামারীতে সর্বশান্ত নিঃস্ব মানুষের দায়িত্ব না নিলে এরপর কারফিউ দিয়েও মানুষকে ঘরে রাখা যাবে না। প্রাণ বাঁচাতে আয় রোজগারের আশায় ঝুঁকি নিয়ে হলেও মানুষ বাইরে বেরিয়ে পড়বে। তিনি বলেন, দিনমজুর আর শ্রমজীবী- মেহনতিদের অধিকাংশের ঘরে ঘরে এখন হাহাকার। তিনি আর কোন অজুহাত না দেখিয়ে শ্রমজীবী- মেহনতি মানুষের ঘরে ঘরে কমপক্ষে আগামী দু’মাসের খাবার পৌঁছানোর দাবি জানান। খাবার পৌঁছাতে না পারলে আগামী দুই মাসের জন্য দেড় কোটি পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে পৌঁছানোর আহ্বান জানান। তিনি এই দুর্যোগে রাজস্ব ব্যয়সহ অনুৎপাদনশীল খাতের ব্যয় বরাদ্দ কমিয়ে মানুষকে রক্ষায় বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।
বিবৃতিতে তিনি মহামারীর ভয়াবহ উর্ধ্বগতি প্রতিরোধে স্বাস্থ্যগত জরুরী অবস্থা জারী করে অনতিবিলম্বে ফিল্ড হাসপাতাল তৈরী করে করোনার চিকিৎসার সর্বাত্মক পদক্ষেপ নেবারও দাবি জানান। তিনি অনতিবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ করে করিতকর্মা দক্ষ ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে গোটা স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনেরও দাবি জানান। তিনি অধিক সংক্রমিত জেলাসমূহকে অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান কার্যক্রম জোরদার করারও আহ্বান জানান। তিনি দ্রুততার সাথে টিকা আমদানির পাশাপাশি দেশে টিকা উৎপাদনের কাজ শুরু করারও দাবি জানান।
তিনি সরকারের নীতি-নির্ধারকদেরকে সতর্ক করে বলেন, এখন দলবাজীর সময় রাজনৈতিক বিরোধীদের ঘায়েল করারও সময় নয়। তিনি সকল বিরোধী দল, জনগণ ও পেশাজীবীদেরকে আস্থায় নিয়ে মহামারী মোকাবেলা ও তা থেকে উত্তরণের রাস্তা বের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।