বুধবার ● ১৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
ঘোড়াঘাট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৭ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সারাদেশের ন্যায় ৪র্থ পর্যায়ে ৫০ মডেল মসজিদের মধ্যে ঘোড়াঘাট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শেষে একই অনুষ্ঠানে মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাটে ডোবার পানিতে পড়ে এক শিশু নিহত
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে ডোবার পানিতে পড়ে হিমেল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নন্দনপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, নন্দনপুর গ্রামে সৈকত আহমেদ তার নিজ বাড়ির পাশে হাঁস পালনের জন্য একটি ডোবা খনন করেন। এমতাবস্থায় আজ তার ছেলে শিশুটি খেলাধুলার এক পর্যায়ে ডোবার পানিতে পড়ে গিয়ে মারা যায় কিন্তু শিশুটি কখন মারা গেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। বেলা ১২ টার দিকে বাড়ির লোকজন শিশুটিকে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াংক কুন্ডু’র সাথে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।