মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » অনির্বাণ যুব ক্লাবের কমিটি গঠিত
অনির্বাণ যুব ক্লাবের কমিটি গঠিত
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা অনির্বাণ যুব ক্লাবের ২০২৩-২০২৪ সালের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার করেরহাট ইউনিয়নস্থ গেড়ামারা ফরেস্ট অফিস বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনের ১২ টি পদের একক প্রার্থী হিসেবে ৮ টি পদে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন এবং ৪ টি পদ যথাক্রমে- সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। যাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিজানুর রহমান, আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, ইকবাল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম মামুন।
গঠিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন সভাপতি সরোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম ওসমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ তারেক, প্রচার সম্পাদক নজরুল ইসলাম তারেক, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক আশরাফুল হক রাকিব, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্যরা হলেন, আজিজুল হক, বেলাল হোসেন, বিশ্বজিৎ সাহা, মোজাফফর হোসেন সোহাগ।
নির্বাচন পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন প্রজন্মের ভাবনা -করেরহাট এর প্রধান এডমিন ও উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর উদ্দিন সবুজ, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, অনির্বাণ যুব ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য ফজলুল কবির সোহেল, পৃষ্ঠপোষক সদস্য ও ফ্রান্স প্রবাসী সালাহউদ্দিন, দাতা সদস্য এডভোকেট রবিউল হক, জাগ্রত প্রতিভার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, অভিযান ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ নুর হোসেন রোমেল, রক্তিম ক্লাবের সহ-সভাপতি ইকবাল সুমন, সাধারণ সম্পাদক সাজিদ হাসান, এসটি লায়ন্স স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল আলম রাফি প্রমুখ।
নির্বাচনে ভোটার ছিলো ৮৯ জন। ভোট কাস্ট হয়েছে ৮৩ টি যার মধ্যে অনলাইনের মাধ্যমে ভোট কাস্ট হয়েছে ১৮ টি।
কমিটি গঠনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উত্তরা ব্যাংক মাটিরাঙ্গা উপ-শাখার সিনিয়র অফিসার ও অনির্বাণ যুব ক্লাবের উপদেষ্টা দীন মোহাম্মদ দিলু, সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন গেড়ামারা সাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
উল্লেখ্য, অনির্বাণ যুব ক্লাব ২০১৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনা কালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ প্রদান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাদক বিরোধী কর্মসূচি, জাতীয় দিবস পালন, জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে আসছে।