শুক্রবার ● ২৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঈশ্বরগঞ্জে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন
ঈশ্বরগঞ্জে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: এক যুগ ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হচ্ছিল না কোন বৈশাখী মেলা কিংবা গ্রামীণ লোকজ মেলা। তবে এবার বৈশাখ মাসে গ্রামীণ ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আদলে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঈশ্বরগঞ্জ টু আঠারবাড়ি সড়ক ঘেঁষে কাকনহাটি গ্রামে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা। বৈশাখের ১৪ তম দিনে ও ঈদুল ফিতরের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার শুরু হয়েছে এ মেলা। উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ’র সার্বিক তত্বাবধানে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার কমান্ডারের সভাপতিত্বে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বৈশাখ মাসে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সাংসদ ফখরুল ইমাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা.হাফিজা জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাফির উদ্দিন আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম প্রমুখ।
এ মেলায় বিভিন্ন স্টলে মাটির তৈজসপত্র, মেলায় পোশাক, প্রসাধনী, খেলনা, খাবারের স্টল ছাড়াও শিশুদের জন্য নাগরদোলা, ট্রয় ট্রেনসহ বিভিন্ন রাইড এবং প্রতিদিন বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। এ মেলা প্রাঙ্গণ সবার জন্য খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এমপি বলেন, ‘মেলা আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। হাজার বছর ধরে গ্রামগঞ্জে এর আয়োজন হলেও ইদানিং শহর-নগরেও এ মেলার আয়োজন দেখা যায়। এটি উপজেলাবাসীকে ক্ষণিকের জন্য হলেও অনাবিল আনন্দ উপভোগের সুযোগ করে দিচ্ছে। তবে মেলাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অনৈতিক কাজ ও অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন তিনি।’