শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় শিশু-কিশোরদের ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় শিশু-কিশোরদের ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ২৫৬৭ বুদ্বাব্দ শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ রাঙামাটি পৌরসভা ও সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৌদ্ধ ধর্মীয় শিশু- কিশোরদের ধর্মীয় দৈনন্দীনে প্রার্থনা বিষয়ক বন্দনা প্রতিযোগিতা (প্রাত্যহিক বন্দনার আবৃত্তি) মৈত্রী বিহার কাঁঠালতলী রাঙামাটিতে ২৮ এপ্রিল শুক্রবার আনন্দ বিহারের ভদন্ত প্রজ্ঞা জ্যোতি মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের সিনিয়র সহ সভাপতি ছাবা বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত শুভদর্শী মহাথের।
বৌদ্ধ ধর্মীয় শিশু-কিশোরদের ধর্মীয় দৈনন্দীনে প্রার্থনা বিষয়ক বন্দনা প্রতিযোগিতায় পর্যাবেক্ষক হিসাবে চাকমা রাজবিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল মহাথের উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্মীয় শিশু-কিশোরদের ধর্মীয় দৈনন্দীনে প্রার্থনা বিষয়ক বন্দনা প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্ব পালন করেন মৈত্রী বিহারের ভদন্ত শীলানন্দ মহাথের, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের ভদন্ত করুনা পাল থের, জীবতলী,কাপ্তাই এর নবীন বৌদ্ধ বিহারের ভদন্ত ধম্মদাসা ভিক্ষু, চাকমা রাজবিহারের ভদন্ত রতন জোতি থের, তঞ্চঙ্গ্যাপাড়া ত্রিরত্নাংকুর বিহারের ভদন্ত ধর্মজ্যোতি থের, আনন্দ বিহারের ভদন্ত ঞানিসারা ভিক্ষু, মৈত্রী বিহারের ভদন্ত নাইন্দাসারা থের, চাকমা রাজবিহারের ভদন্ত কায়ানুদর্শী ভিক্ষু, আসামবস্তী ধর্মচক্র বিহারের ভদন্ত অনুরাধাম্মা ভিক্ষু ও ছাবা বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু ।
ক,খ গ্রুপ (৩য়-৫ম শ্রেণি) এবং গ গ্রুপ (৬ষ্ঠ-৮ম শ্রেণি) বৌদ্ধ ধর্মীয় শিশু- কিশোরদের ধর্মীয় দৈনন্দীনে প্রার্থনা বিষয়ক বন্দনা প্রতিযোগিতা (প্রাত্যহিক বন্দনার আবৃত্তি) আয়োজন করা হয়।
এবারের প্রতিযোগিতায় ৩য় শ্রেণির অতসী চাকমা, অম্লান চাকমা, আয়কো চাকমা, প্রমিতা চাকমা, জয়ত্রী চাকমা, খুশী চাকমা, ৪র্থ শ্রেণির লাবণ্য চাকমা, পায়েল বড়ুয়া, দেবধীতা চাকমা, পূৰ্ণাশ্ৰী বড়ুয়া, ৫ম শ্রেণির পাইলট চাকমা, জীদিম চাকমা, রাকেশ বড়ুয়া, উচ্ছাস বড়ুয়া, অর্নব বড়ুয়া, ৩য় শ্রেণির অনুনয় চাকমা, স্বরূপ চাকমা, প্রজ্ঞাশ্রী চাকমা, গৌধুলি চাকমা, ৫ম শ্রেণির উসাইনু মারমা, পুরেন্তি চাকমা, ৩য় শ্রেণির উক্তিমনি চাকমা, ৫ম শ্রেণির উপাধি চাকমা, ঐশিখী চাকমা, অর্পিতা চাকমা, ৪র্থ শ্রেণির স্নিগ্ধা বড়ুয়া, নির্ঝরা বড়ুয়া, ৫ম শ্রেণির পূর্ণিমা চাকমা, জয়ী খীসা, ৪র্থ শ্রেণির সুনিধী চাকমা, ৩য় শ্রেণির স্মৃতিকণা চাকমা, ৫ম শ্রেণির আওজি চাকমা, জুমচা চাকমা, গুন গুন চাকমা, ঐশি চাকমা, ৪র্থ শ্রেণির পাওয়ার চাকমা, সুশীল চাকমা, ৫ম শ্রেণির পূর্ণময় তঞ্চঙ্গ্যা, ৪র্থ শ্রেণির সুজিতা তঞ্চঙ্গ্যা, ৫ম শ্রেণির তুর্না তঞ্চঙ্গ্যা, ৪র্থ শ্রেণির চন্দক তঞ্চঙ্গ্যা, ৫ম শ্রেণির অনন্যা তঞ্চঙ্গ্যা, ক্ষেমা তঞ্চঙ্গ্যা, আধুনিকা তঞ্চঙ্গ্যা, ৪র্থ শ্রেণির অপিতা তঞ্চঙ্গ্যা, সুমিত্রা তঞ্চঙ্গ্যা,অপসরা তঞ্চঙ্গ্যা, ৩য় শ্রেণির অদ্রি তঞ্চঙ্গ্যা, জিনিকা তঞ্চঙ্গ্যা, যশোবতি তঞ্চঙ্গ্যা, সনচিতা তঞ্চঙ্গ্যা, ৭ম শ্রেণির সপ্তর্ষী চাকমা, কাজলী চাকমা, ঝিলি চাকমা, অপর্ণা বড়ুয়া, ৮ম শ্রেণির বর্ণী চাকমা, ৭ম শ্রেণির বিমলা চাকমা, পারমী চাকমা, সম্পূর্ণা চাকমা, ৮ম শ্রেণির জয়তু চাকমা, শ্রাবণ চাকমা, ৬ষ্ঠ শ্রেণির হেমা চাকমা, ৭ম শ্রেণির ধীরেন্দ্র চাকমা, ৮ম শ্রেণির পারিকা চাকমা, ৭ম শ্রেণির বিশান্তর চাকমা, ৬ষ্ঠ শ্রেণির সরোজ কান্তি চাকমা, মঞ্জুষা চাকমা, তৃষা চাকমা, বেবি চাকমা, সোনাদেবি চাকমা, ৭ম শ্রেণির সুনিলবরণ চাকমা, মিনিকা চাকমা, বিশাখা চাকমা, মেঘলা চাকমা, সুজাতা চাকমা, মানসি চাকমা, ৮ম শ্রেণির মিথিলা চাকমা, পর্ণা চাকমা, রেনিউ চাকমা, অপ্সরা চাকমা, ৮ম শ্রেণির ফ্লোরিডা চাকমা, আদর চাকমা, সদর চাকমা, নির্মলা চাকমা, জ্যোতি চাকমা, ৬ষ্ঠ শ্রেণির সুমনা চাকমা, অর্জিতা চাকমা, ছোটন চাকমা, ৮ম শ্রেণির জয় চাকমা, ৭ম শ্রেণির সায়েন্সী দেওয়ান, ৭ম শ্রেণির স্বৰ্গজিৎ তঞ্চঙ্গ্যা, প্রজ্ঞা তঞ্চঙ্গ্যা, রুদ্র তঞ্চঙ্গ্যা, ৮ম শ্রেণির সুজয় তঞ্চঙ্গ্যা, ৬ষ্ঠ শ্রেণির উপলা তঞ্চঙ্গ্যা, ভেবিসন তঞ্চঙ্গ্যা, ৮ম শ্রেণির সুপতি তঞ্চঙ্গ্যা, ৬ষ্ঠ শ্রেণির শ্রাবস্তী তঞ্চঙ্গ্যা, ৭ম শ্রেণির মিমি তঞ্চঙ্গ্যা, ৬ষ্ঠ শ্রেণির সুপন তঞ্চঙ্গ্যা, ৮ম শ্রেণির সুপ্রভা তঞ্চঙ্গ্যা ও ৭ম শ্রেণির রূপাবী চাকমা ৩টি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ত্রিরত্নাংকুর বিহার (২৫), সংঘরাম বিহার (২০), চাকমা রাজ বিহার (১৬), মৈত্রী বিহার (০৫), ছাবা বৌদ্ধ বিহার (১২), মিলন বিহার (১২), বসন্ত বিহার (০৮), আনন্দ বিহার (০৩) ও জীবতলী চেয়ারম্যান পাড়া বৌদ্ধ বিহারের (০১) মোট ১০২ জন প্রতিযোগি অংশ গ্রহন করেন।
প্রতিযোগিতার পূর্ণমান ছিলো ৬০ পয়েন্ট, শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণ ১৫ নম্বর, আচরণ ৫ নম্বরসহ একজন বিচারক সর্বোচ্চ ২০ নম্বর দিতে পারবেন বলে প্রতিযোগিতা উপ-কমিটি সূত্রে জানা গেছে।
বৌদ্ধ ধর্মীয় শিশু-কিশোরদের ধর্মীয় দৈনন্দীনে প্রার্থনা বিষয়ক বন্দনা প্রতিযোগিতায় ফলাফল প্রকাশ বিষয়ে ২৫৬৭ বুদ্বাব্দ শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ রাঙামাটি পৌরসভা ও সদর উপজেলা শাখা কর্তৃক গঠিত ২৫৬৭ বুদ্বাব্দ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শীলজ্যোতি থের জানান, ৪ মে-২০২৩, ২১ বৈশাখ-১৪৩০ বঙ্গাব্দ তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাঙামাটি সরকারী কলেজ মাঠ থেকে শুভ বুদ্ধ পূর্ণিমা শোভাযাত্রা শুরু হয়ে মৈত্রী বিহার প্রঙ্গনে গিয়ে শেষ হবে। তার পর সকাল ৯টায় ধমীয় পণ্যকর্ম এবং বুদ্ধ পূর্ণিমার তাৎপয় বিষয়ে আলোচনা সভা শেষে আগত অতিথিবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় দৈনন্দীনে প্রার্থনা বিষয়ক বন্দনা প্রতিযোগিতার ফলাফল ঘোষনা এবং পুরস্কার প্রদান করা হবে।
বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সংঘরাম বিহারের শীলজ্যোতি থের প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিশু-কিশোরদের অভিবাবকগণকে তাদের
শিশু-কিশোরদের সাথে নিয়ে উল্লেখিত তারিখে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।