বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে লকডাউনে ইউএনও-ওসির নেতৃত্বে অভিযান চলছে
রাউজানে লকডাউনে ইউএনও-ওসির নেতৃত্বে অভিযান চলছে
রাউজান প্রতিনিধি :: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর লকডাউনের অষ্টম দিনেও সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল রাউাজন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আজ ৮ জুলাই বৃহস্পতিবার উপজেলা উত্তরে উপজেলা প্রশাসন ও দক্ষিণে পুলিশ প্রশাসন পৃথক অভিযান পরিচালনা করেন। তাই উপজেলার সড়কগুলোতে যানবাহন ও মানুষের যাতায়াত কম লক্ষ্য করা গেছে। সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের গুনতে হয়েছে জরিমানাও। শুধুমাত্র জরুরি সেবায় নিয়োজিত এবং পণ্যবাহী যানবাহন ও রিকশা চলাচল করতে দেখা গেছে। কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের ত্রাণ সহায়তা দিচ্ছে রাউজান উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পুলিশ ও অনসার সদস্যরা উপজেলার সদর মুন্সিরঘাটা, ফকির হাট, হলদিয়া আমির হাটের বিভিন্ন পয়েন্টে অবস্থান ও চেকপোস্ট ও টহল জোরদার করা হয়।
রাউজানে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় কাউকে গ্রেফতার করা না হলেও বিকাল ৫টার পর দোকান খোলা রাখার অপরাধে ৬ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম প্রমুখ।
অপর দিকে দক্ষিণ রাউজানের কাপ্তাই মহা সড়কে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণের নেতৃত্বে ও পাহাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়ার সহযোগিতায় সকাল থেকে মাঠে ছিল পুলিশ।
এসময় ওসি ২০টি অটোরিকশা আটক করে। তিনি জানান, আটককৃত অটোরিকশা গুলো লকডাউন শেষ হলে তাদের ফিরিয়ে দেওয়া হবে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে মাঠে কাজ করছি। তবে রাউজানের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা কর্মহীন তাদের সরকারী সাহায্য দেওয়া হচ্ছে।