মঙ্গলবার ● ২ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ৬০ বছরের বৃদ্ধের সাথে ২০ বছরের তরুণীর অসম প্রেম
৬০ বছরের বৃদ্ধের সাথে ২০ বছরের তরুণীর অসম প্রেম
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া কুমারখালী উপজেলায় ৬০ বছরের বৃদ্ধ কেসমত আলীর সাথে ২০ বছরের তরুনী আয়েশা খাতুনের অসম প্রেম। সুত্রে জানা যায়, কেসমত আলী ২০২০ সাল থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে এবং সেই প্রেম রুপ নেয় প্রনয়ে। তবে দুই বছরের মধ্যে প্রেমের আবেগ কেটে যায়। বন্ধ করে দেয় বৃদ্ধ প্রেমিকের সাথে সব ধরনের যোগাযোগ। ফলে বৃদ্ধ প্রেমিক তাদের প্রেমের কথা প্রকাশ করে দেয় এলাকাবাসীর কাছে। এতে বিপাকে পড়ে তরুনী। প্রেমিক বৃদ্ধের নামে কুমারখালী থানায় অভিযোগও দিয়েছে তরুনী। প্রেমিকা আয়েশা বলে কিসমতকে আমি আবেগে ভালোবেসেছিলাম। এখন নিজের ভুল বুঝতে পারছি। তাই তার সাথে ব্রেকাপ করার চেষ্টা করছি কিন্তু কেসমত তাকে থ্রেড দিচ্ছে।
অপর দিকে প্রেমিক কেসমত আলী একবার বলে আমি ওই মেয়েকে চিনি না। আরেক বার বলছে আমি টাকা দিয়েছিলাম তাই হয়তো এইসব বলে বেড়াচ্ছে। প্রেমিক কেসমত আরো বলেন, আমি ওই মেয়েকে ১ লাখ ৩ হাজার টাকা দিয়েছিলাম এখন আমি ফেরত চাই এবং এটার বিচার চাই। মেয়েটি বিচারের দাবিতে বিভিন্ন মিডিয়াতে ফলাও আকারো বক্তব্য দিয়ে যাচ্ছেন। যে কারনে তাদেরকে নিয়ে কুষ্টিয়া জেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমি মেয়েটির লিখিত অভিযোগ পেয়ে আমরা মাঠে নেমে তদন্ত চালিয়ে যাচ্ছি খুব দ্রুতই এর আসল রহস্য উদঘাটন করতে পারবো।
কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত
কুষ্টিয়া :: কুষ্টিয়া জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে ১লা মে ২০২৩ সোমবার সকাল ৯ ঘটিকার সময় ডিসি কোর্ট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শহরের বিভিন্ন সড়কে র্যালি করে জেলা শিল্পকলা একাডেমীতে প্রবেশ করে। পরবর্তীতে শিল্পকলা একাডেমীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ জহিরুল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, বিশেষ অতিথি কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। এছাড়া আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় শ্রমিকদের অধিকার ও নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কল কারখানার মালিক শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।