বুধবার ● ৩ মে ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে জীপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাউজানে জীপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ইটবাহী জীবপ গাড়ির ধাক্কায় মো. আলমগীর (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২মে মঙ্গলবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর এলাকার হযরত এয়াছিন শাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবাহী একটি জীপ গাড়ি দ্রুত গতিতে এগিয়ে এসে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মারা যান। নিহত আলমগীর ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খলিফার বাড়ীর মৃত নুরুল ইসলামের ৩য় পুত্র। জানা যায়, নিহত আলমগীর পেশায় একজন কাঠ মিস্তি। বিবাহিত জীবনে তার ১০ বছর ও ৬ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ হতে মামলা করা হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাউজানে গভীর রাতে সিএনজি অটোরিকশা চুরি
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার পূর্বপাশে ইসলামিয়া নতুন পাড়া গ্রামে।
জানা যায়, চট্টগ্রাম-থ (১৪-২৭৭৩) নামের সিরিয়ালের গাড়ীটি ভাড়ায় চালাতেন ওই এলাকার মো. ইউসুফ এর ছেলে মো. রিপন। এবিষয়ে গাড়ী চালক রিপন বলেন, গতরাতে গাড়িতে গ্যাস নিয়ে রাত ১.৪০ মিনিটে বাড়িতে আসি। রাতে ঘুমিয়ে পড়ি, সকাল ৬টার দিকে উঠে দেখি গাড়ি নেই। সকালে এসএসসি পরিক্ষার্থীদের ভাড়া ছিলো। মূলত সেই কারণে তিনি গাড়িটি গ্যারেজে না রেখে বাড়িতে রেখে ছিলেন। এবিষয়ে গাড়ির মালিক মো. মমতাজ জানান, গাড়িটি তাকে আমি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতে দিয়েছিলাম। গাড়ি দেওয়ার সময় তাকে সর্তসাপক্ষে দিয়ে ছিলাম। গাড়ির নিরাপত্তার জন্য গ্যারেজ ভাড়া করে দেওয়া হয়। গ্যারেজ হতে তার বাড়ির দূরত্ব ৫মিনিটের। সেই গাড়ি গ্যারেজে না রেখে তার বাড়িতে রেখেছেন। তাকে আমি বলেছিলাম গ্যারেজে তাকা অবস্থায় গাড়ির কোনো সমস্যা হলে তার দায় আমি বহন করবো। কিন্তু সেই গাড়ি গ্যারেজে না রেখে বাড়িতে নিয়ে রাখেন। গাড়ির সম্পূর্ণ দায়বদ্ধতা তাকেই বহন করতে হবে। তিনি আরো জানান, গাড়ি চালক রিপনের সাথে কিছু বকাটে ছেলেদের সাথে যোগাযোগ ছিলো। তাকে বার বার নিষেধ করার পরও তাদের সাথে যোগাযোগ রাখতেন। তার ধারণা গাড়িটি তাদের মধ্যে কেউ এমন ঘটনা ঘটিয়েছেন। বর্তমানে গাড়িটির বাজার মূল্য প্রায় সাড়ে ৩লক্ষ টাকা। তিনি জানান গাড়িটির খবর কেউ দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করবেন বলে জানান। এবিষয়ে রাউজান থানায় একটি অভিযোগ দিয়েছেন রিপন। ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মো: আলমগীর মেম্বার জানান, গাড়ী চালক রিপন গ্যারেজে নাকি গাড়ী না রেখে বাড়িতে রেখে ছিলেন সেখান থেকে গাড়িটি চুরি হয় বলে জানতে পারি। গাড়ী চুরির বিষয়টি জেনে আমি থানায় অভিযোগ দিতে বলেছি।