বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বনাথে ৫ ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান যারা
বিশ্বনাথে ৫ ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান যারা
বিশ্বনাথ প্রতিনিধি :: ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে’ দেশের বিভিন্ন অঞ্চলের মতো সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস) ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনে ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য’ পদে প্রতিদ্বন্দিতা করতে আগ্রহী প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
নির্বাচন অনুষ্ঠিতব্য উপজেলার ওই ৫ ইউনিয়নে ‘চেয়ারম্যান’ পদে ‘নৌকার মাঝি’ হতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা বেশি রয়েছে। যদিও বিএনপি সকল প্রকার নির্বাচনে অংশগ্রহন করা থেকে বিরত থাকার কারণে স্বতন্ত্রের ব্যানারে ৫ ইউনিয়নের নির্বাচনী মাঠে সরব রয়েছেন বিএনপিপন্থী প্রার্থীরা।
জাতীয় পার্টির কোন প্রার্থী নির্বাচনে সক্রিয় না থাকলেও দলীয়ভাবে ১টি ইউনিয়নে প্রার্থী দেবে জামায়াত। এছাড়া বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে এখনও অন্যান্য কোন রাজনৈতিক দলের প্রার্থীদের তেমন কোন তৎপরতা দেখা যায়নি।
‘নৌকার মাঝি’ হতে উপজেলা আওয়ামী লীগের কাছে দলীয় ফরম ও জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন উপজেলার ৫ ইউনিয়নের ১১ জন নেতা।
তারা হলেন- উপজেলার অলংকারী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল, রামপাশা ইউনিয়নে পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ, সংগঠক ফয়ছল আহমদ, দৌলতপুর ইউনিয়নে পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ওয়াহাব আলী, যুক্তরাজ্যের সুইন্ডন আওয়ামী লীগের সভাপতি সফিক মিয়া, বিশ্বনাথ ইউনিয়নে পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল হিরণ, দেওকলস ইউনিয়নে পরিষদের সাবেক একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল আহমদ মতছিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, প্রবাসী মোহাম্মদ এম আলী এনামুল হক।
ওই ৫ ইউনিয়নের মধ্যে আবার উপজেলার অলংকারী ও বিশ্বনাথ ইউনিয়নে একক প্রার্থীরা আবেদন করেছেন। আর রামপাশা ইউনিয়নে ৪ জন, দৌলতপুর ইউনিয়নে ২ জন ও দেওকলস ইউনিয়নে ৩ জন নেতা নৌকার মাঝি হতে ফরম ও জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
এদিকে ওই ৫ ইউনিয়নে ‘নৌকার মাঝি’ নির্ধারণ করতে সোমবার (৫ জুন) দুপুরে পৌরসভার নতুন বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিশেষ বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সদস্য এএইচএম ফিরোজ আলী।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ জানান, নৌকার মাঝি হতে আমাদের কাছে দেশি-বিদেশি ১১ জন নেতা ফরম ও জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। আমরা সবার নামই জেলায় প্রেরণ করেছি। জেলা থেকে নামগুলো কেন্দ্রে যাওয়ার পর চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিশ্বনাথের ৫ ইউপি নির্বাচনের প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে আটকে থাকা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল হবে, হচ্ছে বলে দীর্ঘদিন ধরে আটকে ছিলো। ফলে ওই ৫ (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস) ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে আগ্রহী প্রার্থীদের মধ্যে জন্ম নিয়ে ছিলে উদ্বেগ-উৎকন্ঠা।
এর মধ্যে ওই ৫টি ইউনিয়নের মধ্যে কোনটি চলছিলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অধীনে, আবার কোন ওয়ার্ড চলছিলো মেম্বার বিহীন। ফলে প্রধান জনপ্রতিনিধি ছাড়া এসব ওয়ার্ড ও ইউনিয়নবাসী ছিলেন কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত।
সকল জল্পনা-কল্পনার অবসান করে গত ৩১ মে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয় ওই ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল।
আর তফসিল অনুযায়ী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার সাথে সাথে ইউনিয়ন পরিষদগুলোতে তুমুলভাবে শুরু হয়েছে নির্বাচনে ‘চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য’ পদে প্রতিদ্বন্দিতা করতে আগ্রহী প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সময় কাজে লাগাতে তফসিল ঘোষণার পূর্ব থেকে নির্বাচনী মাঠে কাজ করা প্রার্থীরা বৃদ্ধি করেছেন নিজেদের প্রচার-প্রচারণা।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী মাঠে সবচেয়ে বেশি সরব রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্ব-স্ব ইউনিয়নে ‘নৌকার মাঝি’ হতে তারা তৃণমূলের মতামত নিজেদের পক্ষে আনার চেষ্টার পাশাপাশি ‘ইউনিয়ন, উপজেলা তথা জেলা’র নেতৃবৃন্দের কাছে ছুটে যাচ্ছেন।
বর্তমানে বিএনপি সকল প্রকার নির্বাচনে অংশগ্রহন করা থেকে বিরত থাকার কারণে স্বতন্ত্রের ব্যানারে ৫ ইউনিয়নের নির্বাচনী মাঠে সরব রয়েছেন বিএনপিপন্থী প্রার্থীরা। জাতীয় পার্টির কোন প্রার্থী নির্বাচনে সক্রিয় না থাকলেও দলীয়ভাবে ১টি ইউনিয়নে প্রার্থী দেবে জামায়াত । এছাড়া বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে এখনও অন্যান্য কোন রাজনৈতিক দলের প্রার্থীদের তেমন কোন তৎপরতা দেখা যায়নি।
আগামী ১৭ জুলাই বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’ পদে যারা প্রতিদ্বন্দিতা করতে পারেন, তারা হলেন- অলংকারী ইউনিয়নে পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি প্রবাসী আতিকুর রহমান লিটন।
রামপাশা ইউনিয়নে পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান, ২নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইমাম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য খছরুজ্জামান খছরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ, সংগঠক ফয়ছল আহমদ।
দৌলতপুর ইউনিয়নে পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওয়াহাব আলী, যুক্তরাজ্যের সুইন্ডন আওয়ামী লীগের সভাপতি সফিক মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, যুক্তরাজ্য প্রবাসী হানিফ খান।
বিশ্বনাথ ইউনিয়নে পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল হিরণ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহি উদ্দিন পলাশ, ক্রীড়া সংগঠক দয়াল উদ্দিন তালুকদার।
দেওকলস ইউনিয়নে পরিষদের সাবেক একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল আহমদ মতছিন, পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমীন আজাদ মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, সাংবাদিক টুনু তালুকদার, পৌর জামায়াতের নায়েবে আমীর এইচএম আক্তার ফারুক, প্রবাসী মোহাম্মদ এম আলী এনামুল হক।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।
শামীমের মুক্তির দাবীতে বিশ্বনাথে আ’লীগের মিছিল-পথসভা
বিশ্বনাথ ::‘সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবন্দি’ সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ’র নিঃশর্ত মুক্তির দাবীতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জুন) বিকেলে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মিছিল ও পথসভা পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিল শেষে পৌর শহরের বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন বলেন, অবিলম্বে এমপি মোকাব্বির খান কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবন্দি ‘শামীম আহমদ’র নিঃশর্ত মুক্তি না হলে উপজেলার সর্বস্থরের জনসাধারণকে সাথে নিয়ে বিশ্বনাথকে অচল করে দেওয়া হবে।
তিনি আরো বলেন, সম্প্রতি বিশ্বনাথ সরকারি কলেজে ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার দায় ‘ছাত্রলীগ’র উপর দেওয়া নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বাড়াবাড়ি না করতে হুসিয়ারী উল্লেখ করে বলে, বাড়াবাড়ির ফল ভালো হবে না।
আশা করি শান্ত বিশ্বনাথকে অশান্ত করবেন না বিএনপির নেতৃবৃন্দ। আর করলে এর কঠোর জবাব দিতে সর্বদা আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।
উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক দুলাল মিয়া, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন। এসময় মিছিল ও সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অসহায়দের মাঝে আর-রাহমান ট্রাস্টের চিকিৎসা গৃহ নির্মাণ ও শিক্ষা সহায়তা প্রদান
বিশ্বনাথ :: ”মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেটের সদর, বিশ্বনাথ গোয়াইনঘাট ও বিয়ানীবাজার উপজেলার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চিকিৎসা, শিক্ষা ও বিবাহের জন্য সহায়তা হিসেবে নগদ ২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
অন্যদিকে বিশ্বনাথ উপজেলার তেলিকেনা গ্রামে ও তিনটি, সদর উপজেলার দুটি এবং বিয়ানীবাজার উপজেলার ১টি পরিবারের মাঝে গৃহ নির্মাণে ২৫ হাজার টাকা নগদ, পাশাপাশি একি উপজেলার অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৩০ হাজার ও বিবাহ সহায়তা হিসেবে আরো ৪০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়।
সম্প্রতি আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার কার্যালয় বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ রহমান মঞ্জিল থেকে এ নগদ অর্থ বিতরণ করেন ট্রাস্টের বাংলাদেশ শাখার অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান। সহযোগীতা করেন সাথে ছিলেন আজিমুর রহমান হামিম , আতিকুর রহমান তোয়াছিন।
এ উপলক্ষে ট্রাস্টের পরিচালক ইমাম নুরুর রহমান বলেন, প্রতিটি ভালো কাজই একটি দান। যারা বৃটেনে থেকে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের কার্যক্রমকে অর্থ বুদ্ধি শ্রম উৎসাহ প্রদান করে করে সহযোগিতা কর আসছেন তাদের সকলকে মহান মাবুদ উত্তম জজবা দান করুক।
বিশ্বনাথে প্রাইভেট কারসহ ৫ গরু চোর আটক
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে দিনে-দুপুরে অভিনব কায়দায় গরু চুরির অভিযোগে প্রাইভেট কারসহ ৫ চোরকে আটক করেছে থানা পুলিশ।
আকটকৃতরা হলেন, ফেঞ্চুগঞ্জ থানার মাইজগাঁও গ্রামের মৃত জুলফিকার আহমদ ওরফে সেলিম আহমদের ছেলে মেহেদী হাসান, আরিফ ওরফে আরিকুল ইসলাম (৩৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার শাহীবাগ গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মো. রাজন মিয়া (৩৩), কুলাউরা থানার শ্রীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৪৩), কোতয়ালী থানার মানিকপীর রোডের কুমারপাড়া এলাকার বাসিন্দা মৃত লতু মিয়ার ছেলে রাজিব আহমদ ওরফে কসাই রাজিব (২৯)।
পুলিশ সূত্র জানা যায়, আটককৃতরা গত ২৬ মে দুপুরে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের পূর্ব দশঘর গ্রামের কৃষক খলিল উদ্দিনের একটি ষাঁড় রাস্তার কাছ থেকে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে গাড়ীর নাম্বারসহ চুরির চিত্র ধরা পড়ে। তখন থেকেই গাড়ী ও চোরদের সন্ধানে নামেন এলাকাবাসী। এর কয়দিন পর গত বুধবার (৩১ মে) ফের একই ওই এলাকায় একই কায়দায় প্রাইভেটকার নিয়ে গরু চুরি করতে আসে চক্রটি।
বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় জনতা ধাওয়া করে গাড়ীসহ তাদের পাকড়াও করতে সক্ষম হন। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশের কাছে তারা ষাঁড় চুরির বিষয়ে স্বীকারোক্তি দেয়।
এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা এসআই জয়ন্ত সরকার বলেন, ‘আটক চোর চক্রটি জেলার বিভিন্ন এলাকায় এ পদ্ধতিতে গরু চুরি করে আসছিল। একেক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে বৃহস্পতিবার সিলেট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং গাড়ীটি (সিলেট গ-১১-০০৩৯) জব্দ করা হয়েছে বলে তিনি জানান।