বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন
গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন
মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের যৌথ আয়োজনে সোমবার (৫ জুন) পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। ‘প্লাষ্টিক দূষণ সমাধানে- সামিল হই সকলে’ এই প্রতিপাদ্যে দিবসটি পালন উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি সকাল ১০টায় শুরু হয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে এসে শেষ হয়। জেলা প্রশাসক আনিসুর রহমান ওই র্যালিতে নেতৃত্ব দেন।
পরে পিটিআই চত্বরে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে শুরু হয় আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়া।
জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম ও ডা. মোহাম্মদ সালমান প্রমুখ।