বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » লোডশেডিং-এর দেশে মেট্রোরেল হাস্যকর : মোমিন মেহেদী
লোডশেডিং-এর দেশে মেট্রোরেল হাস্যকর : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শতভাগ বিদ্যুতের ঘোষণার মত লোডশেডিং-এর দেশে মেট্রোরেলও হাস্যকর। আর এই সব হাস্যকর ঘটনাগুলো লুটপাটের জন্য করছে সরকারের মন্ত্রী-এমপি-আমলারা যৌথভাবে।
৫ জুন তোপখানা রোডে লোডশেডিং সমস্যার সমাধানের দাবিতে এক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতি বিবর্জিত ব্যক্তিরা রাজনীতির নামে মানুষকে বোকা বানিয়ে একটি পক্ষকে ক্ষমতায় আনার আর আরেকটি পক্ষকে ক্ষমতায় রাখার চেষ্টা করে যাচ্ছে ছাত্র-যুব-জনতার অধিকার হরণকারীরা।
প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ফরহাদ ফুয়াদ প্রমুখ এসময় বক্তব্য রাখেন।