শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » কারখানার গেট বেআইনীভাবে তালাবদ্ধ করে রাখায় আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে পারেনি
কারখানার গেট বেআইনীভাবে তালাবদ্ধ করে রাখায় আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে পারেনি
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে নারায়নগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড লিমিটেড এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য হতাহতের ঘটনাকে এক ধরনের ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ হিসাবে আখ্যায়িত করে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন কারখানার গেট বেআইনীভাবে তালাবদ্ধ করে রাখায় আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে পারেনি। তালাবদ্ধ অবস্থায় আগুনে পুড়তে পুড়তে অধিকাংশ নিহত শ্রমিকেরা কয়লায় পরিণত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার নিন্দা জানানোর ভাষা খুঁকে পাওয়া কঠিন। আগুন লাগার দীর্ঘ সময় পরও ফায়ার ব্রিগেডকে ঠিকমত পাওয়া যায়নি। কারখানার মালিকেরা এতই স্বেচ্ছাচারী যে, আগুনের মত দুর্ঘটনা প্রতিরোধে কারখানায় প্রয়োজনীয় অগ্নিনির্বাপক পর্যন্ত রাখা হয় না। কোন শ্রম আইন ও বিধি বিধানেরও এরা তোয়াক্কা করে না। তদুপরি শ্রম আইন লঙ্ঘন করে স্বল্প মজুরীতে হাশেম ফুড লিমিটেড এর মালিকেরা শিশু শ্রমিকদেরকে দিয়ে কাজ করে আসছিল। এসব মর্মান্তিক হত্যাকাণ্ডের দায়দায়িত্ব অবশ্যই মালিকপক্ষ ও সরকারকে বহন করতে হবে।
তিনি উল্লেখ করেন, কারখানাগুলোতে শ্রম আইনের যেসব বাস্তবায়ন নেই, তেমনি অধিকাংশ কারখানা এখনও পর্যন্ত নিরাপদও নয়। সরকারের উপযুক্ত মনিটরিং না থাকায় অধিকাংশ কারখানা এখন মৃত্যুকুপ হয়ে আছে।
তিনি নিহত শ্রমিকদের জন্য গভীর শোক ও আহতদের জন্য সমবেদনা প্রকাশ করেন। তিনি অনতিবিলম্বে মালিকদেরকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার, আহতদের উপযুক্ত চিকিৎসা এবং নিহতদের পরিবারসমূহের পুনর্বাসনেরও দাবী জানান। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি দাবি জানান।