সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » শুভ জন্মদিন একেএম মকছুদ আহমেদ
শুভ জন্মদিন একেএম মকছুদ আহমেদ
নির্মল বড়ুয়া মিলন :: আজ ১০ জুলাই-২০২৩ সোমবার প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর ৭৮ তম শুভ জন্মদিন।
তিনি ১৯৪৫ সালে ১০ জুলাই চট্টগ্রামের মিরসরাই উত্তর মগাদিয়া গ্রামের মৃত জামাল উল্ল্যাহ্ ও মাতা জমিলা খাতুনের পরিবারে জন্ম গ্রহন করেন।
তিন পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রামসহ) ১৯৬৯ ইংরেজির পূর্বে পার্বত্য চট্টগ্রাম জেলায় কোন পেশাদার সাংবাদিক ছিল না। ১৯৬৯ ইংরেজির নভেম্বর থেকে দৈনিক আজাদীর রাঙামাটি প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন একেএম মকছুদ আহমেদ।
তিনি আরো বলেন, ১৯৭৬ সনের পূর্বে কোন সংবাদপত্র ছিলো না। ১৯৭৬ ইংরেজিতে সাপ্তাহিক বনভূমি, নামক সাপ্তাহিক সংবাদপত্রের ডিক্লেয়ারেশন দেওয়ার পর গোয়েন্দা রিপোর্টের কারণে পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়ার পর ১৯৭৮ সনের ২৬ শে মার্চ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সর্বপ্রথম সংবাদপত্র সাপ্তাহিক বনভূমির নিয়মিত প্রকাশনা শুরু হয়। তার পূর্বে দীঘিনালা দশবল বৌদ্ধ রাজ বিহারে বোধিবৃক্ষের চারা রোপন করা উপলক্ষে (বনভূমি) নামে একটি সংকলন প্রকাশ করা হয়।
পরবর্তীতে সাপ্তাহিক বনভূমির অসাধারণ সাফল্যের পর দৈনিক পত্রিকা প্রকাশের দাবি তোলে। অনেক কাঠখড় পুড়িয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সর্বপ্রথম ও তৎকালীন একমাত্র সংবাদ পত্র দৈনিক গিরিদর্পন ১৯৮৩ সালের ২৬ শে মার্চ থেকে নিয়মিত প্রকাশনা শুরু করে। বর্তমানে ৪০ বছর পূর্তি হয়ে ৪১ বৎসরে পর্দাপন করেছে।
প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ পার্বত্য অঞ্চলে ৭০ দশক থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যালেরিয়া নিয়ন্ত্রণে অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে থেকে মহামারী ম্যালেরিয়া রোগীদের সংবাদ সংগ্রহ, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করায় দৈনিক ইত্তেফাক পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি, সাপ্তাহিক বনভুমি এবং দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ ।
এসব অসামান্য অবদানের কথা বিবোচনা করে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত দেশের ঐতিহ্যবাহী প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া পরিবারের পক্ষ থেকে গত ১৭ ডিসেম্বর-২০২২ ইংরেজি তারিখ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৮ বছর পেরিয়ে ৯ বছরে পদার্পণ করে। এ উপলক্ষে ২০ ডিসেম্বর-২০২২ সকাল ১০টায় শহরের রাঙামাটি চারুকলা একাডেমীতে পার্বত্য অঞ্চলে ৭০ দশক থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যালেরিয়া নিয়ন্ত্রণে যাঁরা অবদান রেখেছেন তাদের এবং বৈশ্বিক মহামারী করোনাকালিন সম্মুখ যোদ্ধা ও সংগঠনসহ একেএম মকছুদ আহমেদকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেয়া হয়।
উল্লেখ্য, রাঙামাটির তৎকালিন লালুকালু বর্তমান সময়ে রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) কাঠ সংগ্রহের জন্য লালু-কালু গভীর জঙ্গল থেকে হাতি দিয়ে বিশাল বড়-বড় গাছ টানাতেন কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর কাঁচামালের জন্য। বাঁশ সংগ্রহের কাজে শত-শত বাঙ্গালী শ্রমিক লালুকালুতে অবস্থানকালিন মহামারী ম্যালেরিয়াতে মারা যাওয়া শ্রমিকদের লাশ পর্যন্ত তাদের স্বজনদের কাছে পৌছানো সম্ভব হতো না। তৎকালিন পায়ে হেটে কাপ্তাই-রাঙামাটি-লালুকালু পৌছাতে ৫-৭ দিন সময় লেগে যেত। সাংবাদিক একেএম মকছুদ আহমেদ লালন ব্যাগ ঘাড়ে নিয়ে দিনের পর দিন পায়ে হেটে রাত্রিকালিন যে বাড়ি/ঘর পাওয়া যেত সেই বাড়িতে রাতযাপন করে পরের দিন আবার হাটা এভাবে তিনি লালুকালুসহ পাহাড়ের বিভিন্ন বনে জঙ্গলে গিয়ে মহামারী ম্যালেরিয়াতে স্থানীয় লোকজন, শ্রমিক, বাংলাদেশ সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সদস্যদের মারা যাওয়ার তথ্য সংগ্রহ করে রেডিও ভয়েস অব আমেরিকা, বিবিসি বাংলাসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য তিনি অবদান রেখেছেন। একেএম মকছুদ আহমেদ জানান, তৎকালিন পার্বত্য অঞ্চলে মহামারী ম্যালেরিয়ার প্রদুর্ভাব এত বেশী ছিলো লঞ্চঘাটে ও রাস্তার পার্শের লোকজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত।
প্রিয় শ্রদ্ধাভাজন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান উপদেষ্টা।
কেটে গেলো একটা বছর, ফিরে এলো শুভ দিন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে একেএম মকছুদ আহমেদকে জানাই শুভ জন্মদিন।
লেখক : নির্মল বড়ুয়া মিলন
মূখ্য সম্পাদক
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম
তারিখ : ০৯/০৭/২০২৩ ইংরেজি।
রাঙামাটি পার্বত্য জেলা।