সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সড়ক পারাপারের সময় এতটি দ্রুতগামী অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় সৈয়দ মুহাম্মদ শফি (৮১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ৯ জুলাই রবিবার সকাল ৯টায় দিকে রাউজান পৌরসভার মিয়া চৌধুরী ঘাটায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টায় তিনি মারা যান। নিহত শফি রাউজান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের আবুদ্দার বাড়ির সৈয়দ মারেকের ছেলে। তিনি ১ ছেলে ৪ মেয়ে সন্তানের জনক।
স্থানীয়রা জানান, রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডে একটি মসজিদে খতমে গাউসিয়া তেলোয়াত করে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে বাইকের ধাক্কায় তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, সড়ক পার হওয়ার সময় বাইকের ধাক্কায় শফি নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।