বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » কৃষি » বগুড়ায় মাঠ দিবস পালিত
বগুড়ায় মাঠ দিবস পালিত
আল আমিন মন্ডল,বগুড়া :: মঙ্গলবার বগুড়া সদরের মহিষবাথান গ্রামে শতাধিক কৃষক, স্থানীয় বীজ ব্যবসায়ী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাদের নিয়ে লাল তীর সীড লিমিটেড উদ্যোগে বাজারজাতকৃত হাইব্রীড মুলা ‘হোয়াইট রকেট’ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিঃ ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, (পিডিএস এন্ড ট্রেনিং) ম্যানেজার জহুরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম, টেরিটরি ম্যানেজার আব্দুল আজিম’সহ হোয়াইট রকেট মুলা চাষকারী আদর্শ কৃষকবৃন্দ। মাঠ দিবসে স্থানীয় কৃষকরা জানান, আমরা বিভিন্ন জাতের মুলার চাষ করলেও হোয়াইট রকেট মুলা সকল জাতের সেরা। অন্যান্য জাতের তুলনায় ৫-৭দিন আগাম এবং বৃষ্টি ও তাপ সহনশীল হওয়ায় এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এবছরে মুলার আকার, আকৃতি, রং ও ফলন অন্যান্য জাতের তুলনায় অনেক ভালো হয়েছে। পরবর্তীতে আমরা হোয়াইট রকেট মুলার চাষ করবো।
গাবতলীতে কারাবন্দী পরিবারের পাশে সাবেকএমপি লালু
বগুড়া :: মঙ্গলবার বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন শ্রমিকদল নেতা রানিরপাড়া গ্রামের কারাবন্দী আরিফ আহম্মেদের পরিবারের সদস্যদের শান্তনা ও খোজখবর নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এমআর ইসলাম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, ইউনিয়ন যুবদলের আহবায়ক হাসানুুুর রহমান হাসান, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা আল আমিন, মেহেদী হাসান, ছাত্রদল নেতা রাফিউল ইসলাম, কারাবন্দী পরিবারের সদস্য সুলতাল আহম্মেদ, মনোয়ারা বেগম’সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।