বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ইট ভাটাকে এক লাখ টাকা অর্থদন্ড
রাউজানে ইট ভাটাকে এক লাখ টাকা অর্থদন্ড
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। ২৯ নভেম্বর বুধবার বিকালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিল্পনগর সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা ও রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম। রাউজান থান পুলিশ ও রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পরিচালিত অভিযানে একটি অবৈধ ইট ভাটাকে এক লাখ টাকা অর্থদন্ড (জরিমানা) প্রদান করা হয়। অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, আমরা তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছি। এদের মধ্যে ইট পোড়ানোর লাইসেন্স না থাকার কারণে হযরত জলিল শাহ (রহ.) ব্রিক্সকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
রাউজানে কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ২হাজার ৮শ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রীড ধান বীজ বিতরণ করা হয়েছে। ২৯ নভেম্বর বুধবার দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ বিতরণ করা হয়। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুম কবিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আনিসুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীল, মো.নাজিম উদ্দিন, সঞ্জয় কুমার চন্দ, আহমদ শাহ, জুয়েল দাশ। এতে প্রত্যেক কৃষককে বিঘা প্রতি চাষের জন্য ২কেজি করে মোট ৫হাজার ৬শ কেজি বীজ বিতরণ করা হয়।