শনিবার ● ২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. আজিজুল হক চৌধুরী
দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. আজিজুল হক চৌধুরী
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, রিরামপুর ও নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. আজিজুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নিকট এ মনোনয়ন ফরম জমা দেন তিনি। মনোনয়ন ফরম গ্রহণ কালে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর আলম উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ডুগডুগিহাট সরকারি কলেজের প্রভাষক মো. মামুনুর রশিদ, দিনাজপুর জেলা যুবলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক রাহেনুল ইসলাম রানু, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল সাফি, নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনছের আলী, আওয়ামী লীগ নেতা জরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মঙ্গলবার ড. আজিজুল হক চৌধুরীর পক্ষে রাহেনুল ইসলাম রানু সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তলোন করেন। এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ড. আজিজুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।