শনিবার ● ২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
রাউজানে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। গতকাল ১ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শাহাদুল্লাহ কাজীর বাড়ির হালিম বেগমের ঘরের ভিটা থেকে অজগরটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, অজগর সাপটি এলাকার হালিম বেগমের বাড়ির পাশে অবস্থান নিলে লোকজনকে খবর দেন। পরে এলাকার যুবকরা অজগর সাপটি ধরে ফেলেন। অজগর সাপ ধরার খবর গ্রামে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপটি দেখতে ভিড় করেন। স্থানীয় ইউপি সদস্য হাজী আমির হোসেন জানান, এলাকার লোকজন একটি অজগর সাপ উদ্ধার করেছেন বলে জানতে পারি। পরে আমি সাপটি স্থানীয় পাড়ে অবমুক্ত করে দেওয়া জন্য বলেছি।