সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ কর্মশালা
ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ কর্মশালা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অধিকতর অন্তর্ভুক্তির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রোগ্রামের জেলা সুপারভাইজার সুমিত্র কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ ঈসা, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধি কমল চন্দ্র দাস প্রমুখ। কর্মশালায় বক্তারা আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য নিজ নিজ দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় অত্র প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আলমগীর হোসেন, আইসিভিজিডি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিদ্যুৎ কুমার সরকার, উক্ত প্রোগ্রামের বিরামপুর উপজেলার প্রতিনিধি সুজা মিয়া, ঘোড়াঘাট উপজেলার প্রতিনিধি জাহাঙ্গীর কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাটে দুই নারীকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে দুই নারীকে মারপিটে হাড় ভাঙ্গা জখম সহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আ. সামাদ নামের একজন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেছেন।
গত শুক্রবার ঘোড়াঘাট থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চেচুড়িয়া গ্রামের আ. সামাদের সাথে এজাহারে বর্নিত আসামী একই গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন মন্ডল ও আতোয়ার রহমান এবং তার ছেলে রায়হান কবির, হুমায়ুন কবির, আ. হাদী ও রুমন মন্ডলের সাথে পারিবারিক ভাবে বিবাদ চলে আসছিল। এমতাবস্থায় আসামী পক্ষের একটি ছাগল বাদীর বাড়িতে এসে বিভিন্ন গাছ-গাছালী নষ্ট করিতে থাকে। এতে বাদীর মেয়ে সেলিনা বেগম বাধা নিষেধ করে ছাগল বেঁধে রাখতে বললে আসামীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এরই সূত্র ধরে গত ১৭ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে বাদী পক্ষের লোকজন বাড়িতে না থাকায় আসামীরা পূর্ব-পরিকল্পিতভাবে লোহার রড, লাঠি-সোডা ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে অনুপ্রবেশ করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করিতে থাকে। এতে সেলিনা বেগম গালিগালাজ করিতে নিষেধ করিলে আসামী আতোয়ার রহমানের হুকুমে ইকবাল হোসেন সহ অন্যান্য আসামীরা তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে বিবস্ত্রপূর্বক শ্লীলতাহানি ঘটায়। এ সময় তার আত্বচিৎকারে বাদীর পুত্রবধু মুন্নি বেওয়া এগিয়ে আসলে আসামীরা তাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট করে ছিলা-ফুঁলা ও কালশিরা জখম করে বিবস্ত্রপূর্বক শ্লীলতাহানি ঘটায়। এ সুযোগে সেলিনা বেগম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে লাঠি ও লোহার রড দ্বারা পিটিয়ে হাড় ভাঙ্গা জখম করে। এ সময় তাদের আত্বচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলেও আসামীদের অস্ত্রের ভয়ে কিছু বলার সাহস না পেলে আসামীরা স্বর্ণের চেইন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর লোকজন আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মামলার বাদী লোকমুখে বিস্তারিত জেনেশুনে ও চিকিৎসার ব্যবস্থা শেষে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘোড়াঘাটে এস.কে বাজার যুব সংঘ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঘোড়াঘাট :: ‘মাদককে ঘৃণা করি, ক্রীড়াকে আকড়ে ধরি” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে এস.কে বাজার ভলিবল টুর্নামেন্ট-২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১দিন ব্যাপী এসপি আফসার উদ্দিন সাহেবের মাঠে ঘোড়াঘাট এস.কে বাজার যুব সংঘের আয়োজনে আলহাজ্ব শাহজাহান আলীর সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন।
এ টুর্নামেন্টে দিন ব্যাপী বিভিন্ন দলের অংশ গ্রহণ শেষে ফাইনাল রাউন্ডে এস.কে বাজার যুব সংঘ বনাম জয়পুরহাট দল অংশ গ্রহণ করে। ফাইনালে এস,কে বাজার যুব সংঘ দল জয়পুরহাট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ সহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলের দলনেতার হাতে পুরষ্কার তুলে দেন।
এ সময় আয়োজক সংগঠনের সভাপতি আবু মুসা রনি, সাধারণ সম্পাদক সাঈদ ইসলাম সাগর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।