বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান : গ্রেফতার-৪
সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান : গ্রেফতার-৪
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেটের হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ বহু দিনের। আর অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে সিলেট মহানগর পুলিশ। তার ধারাবাহিকতায় এবার দক্ষিণ সুরমার কদমতলি এলাকার কয়েস আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) বেলা আড়াইটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়ান্দা শাখার (ডিভি) টিমের অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে দুই নারী ও দুই পুরুষকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সাধনপুর গ্রামের মো. গিয়াজ উদ্দিনের ছেলে মো. সাহাব উদ্দিন সাজু (৩১), সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব তাজপুর গ্রামের আজেদ আলীর ছেলে মো. নয়ন মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজার তাজপুর এলাকার রফিক মিয়ার স্ত্রী ঝুমা বেগম (২৭) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বৈকুন্ঠপুর গ্রামের সুরুষ গুপ্ত’র মেয়ে পপি গুপ্ত (৩০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।