শনিবার ● ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা » সুপ্ত প্রতিভা অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সুপ্ত প্রতিভা অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হওয়া চট্টগ্রামের মিরসরাইয়ে অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুপ্ত প্রতিভা’র ১ দশক পূর্তি উপলক্ষে সুপ্ত প্রতিভা অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ২য় আসরের উদ্বোধন ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী বাদাম তলা মিনি ক্রিকেট মাঠে আয়োজিত টুর্নামেন্টে সুপ্ত প্রতিভার প্রতিষ্ঠাতা সভাপতি আল-শাহরিয়া হাসান সোহানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন মিশনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্থার প্রধান উপদেষ্টা ও সংযুক্ত আরব আমিরাতের আল-সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খাঁন সিআইপি’র পক্ষে উপস্থিত ছিলেন
এফ.আই.কে প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজার দীন মোহাম্মদ, জিয়াউদ্দিন বাবলু, বাদশা।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলা টিভি’র মিরসরাই প্রতিনিধি দিদারুল আলম, মোহনা টিভি’র মিরসরাই প্রতিনিধি কামরুল ইসলাম, গ্লোবাল টিভি’র মিরসরাই প্রতিনিধি অজয় কুমার দাশ, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকা’র মিরসরাই প্রতিনিধি আকতার হোসেন।
টুর্নামেন্টে মোট ০৮ টি টিম যথাক্রমে- ঢাকা বেকারি, মিরাজ স্টিল হাউস, কমফোর্ট শিরোনাম সংঘ, স্বপ্নছোঁয়া স্পোর্টিং ক্লাব, ভোরের আলো, ভাই ভাই ফ্যাশন ক্রীড়া একাদশ, গোল্ডেন টুয়েলভ ক্রীড়া একাদশ, স্বপ্নছোঁয়া জুনিয়র স্পোর্টিং ক্লাবের মধ্যে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়ে কমফোর্ট শিরোনাম সংঘ বনাম স্বপ্ন ছোঁয়া জুনিয়র স্পোর্টিং ক্লাব ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ফলাফলে কমফোর্ট শিরোনাম সংঘ বিজয়ী হয়।
ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় বিজয়ী দলের আজগর। খেলা পরিচালনা করেন- ইমতিয়াজ উদ্দিন শিহাব, সোহরাব উদ্দিন সোহান, শাহাদাত হোসেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ফজলুল করিম ও রায়হান আল ফারুক। এছাড়াও স্কোর বোর্ডের দায়িত্ব পালন করেন- ওমর ইসলাম, সামিউল ইসলাম দিহান।
এসময় সুপ্ত প্রতিভা-২০২৪ এর ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়- ক্রীড়া সংগঠক আশরাফ নাহিদ, শাহাদাত হোসেন, নাজমুল হাসান সম্রাট, তপন কান্তি দাস এবং উদীয়মান খেলোয়াড় হিসেবে নুর মোহাম্মদ সুমন, ইমতিয়াজ উদ্দিন শিহাব ও খালেদ মাসুদ সিয়াম’কে সম্মাননা প্রদান করা হয়। উক্ত টুর্নামেন্টের আহবায়ক হিসেবে সাকিব হোসেন হৃদয়, সদস্য সচিব হিসেবে শাহরিয়া হোসেন ঈমন দায়িত্ব পালন করে।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সার্বিক সহযোগীতায় ছিলেন প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও এফ.আই.কে প্রোপার্টিজ লিঃ এর চেয়ারম্যান ফখরুল ইসলাম খাঁন (সিআইপি)।
সুপ্ত প্রতিভা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও টুর্নামেন্টের আয়োজক কমিটির উপদেষ্টা আল-শাহরিয়া হাসান সোহান জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি মাত্র ১৮ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন যাত্রা শুরু করে ক্রমান্বয়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এটা বিস্তার লাভ করায় বর্তমানে উক্ত সংগঠনে ৩শত ৭০ জন সদস্য এবং সুপ্ত প্রতিভার ফেসবুক গ্রুপের মধ্যে প্রায় ৩ হাজার সদস্য যুক্ত রয়েছে।